বিবাহিত সইফ আলিকে বিয়ে করে পাঠাচ্ছে করিনা। অভিনেতা অভিনেত্রীদের চারিত্রিক দুর্বলতা নিয়ে নতুন কিছুই বলার নয়। বলিউডে অনেক অভিনেতার এই দোষ একটু বেশিই আছে। কিন্তু এই তালিকায় প্রথম দিকে না হলেও সইফ আলি খানের নাম অবশ্যই থাকবে। কেরিয়ারের শুরুতেই নিজের থেকে বয়সে বড় অমৃতা সিংয়ের প্রেমে পড়ে বিয়ে করে বসেন তিনিকয়েক বছরের মধ্যে মোহ কাটতে অমৃতাকে ডিভোর্স দিয়ে অন্য সম্পর্কে জড়ান সইফ। সেখানেও বেশিদিন টিকতে পারেননি তিনি।
তারপর নিজের থেকে প্রায় দশ বছরের ছোট করিনা কাপুরের প্রেমে পড়ে তাঁকে বিয়ে করেন অভিনেতা। করিনার পদবীর সঙ্গে জোড়ে খান। আগের দুই সন্তানের পর দ্বিতীয় বিয়েতেও দুই সন্তানের জন্ম দেন সইফ।দেখতে দেখতে এক দশক কেটে গেল ‘সইফিনা’র বিয়ের। কিন্তু এখনো বারমুখো স্বভাব গেল না নবাবের। নিজের স্ত্রী অভিনেত্রী হলেও এখনো অন্যদের দিকেই নজর সইফ। স্বামীর ‘প্রিয়’দের তালিকায় এই দশ বছরেও জায়গা করে নিতে পারলেন না করিনা।
আরও পড়ুন – তৃণমূলের কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
আসলে এই মুহূর্তে জেড্ডায় রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছেন সইফ করিনা। সেখানেই এক সাক্ষাৎকারে চলচ্চিত্রে মহিলাদের অবদান এবং নিজের প্রিয় অভিনেত্রীদের ব্যাপারে মুখ খোলেন অভিনেতা। কিন্তু করিনার নাম নিতেই বেমালুম ভুলে যান তিনি।সইফ বলেন, মহিলারা ছাড়া সিনেমা অসম্পূর্ণ। সিনেমার কথা উঠলেই কত না গুরুত্বপূর্ণ অভিনেত্রীদের কথা মনে পড়ে। এরপরেই কয়েকজন জনপ্রিয় বিদেশি অভিনেত্রীদের নাম নেন সইফ।
কিন্তু করিনার নাম নিতেই ভুলে যান তিনি। শেষমেষ অভিনেত্রী নিজেই মনে করিয়ে দেন সেটা স্বামীকে। ভুল বুঝতে পেরেই সেটা তাড়াতাড়ি শুধরে নেন সইফ। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় সইফের একটি ছবি শেয়ার করেছিলেন করিনা। জোর করে ছবি তুলেছিলেন স্বামীর। সাত সকালে স্ত্রীর কাণ্ডকারখানা অতিষ্ঠ ‘নবাব’। বিবাহিত সইফ