নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ১৮ই জুন :বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে হত্যা, স্ত্রী এবং তার প্রেমিককে গ্রেফতার করলো বাগুইহাটি থানার পুলিশ। গতকাল এয়ারপোর্ট থানাতে খবর যায় সালুয়া এলাকায় একটি দেহকে বেআইনি ভাবে কবর দেওয়ার চেষ্টা চালাচ্ছেন এক যুগল। এর পরেই পুলিশ গিয়ে তাদের আটক করে জিজ্ঞেসাবাদ করলে জানতে পারে বাগুইহাটি এলাকার আটঘরার বাসিন্দা মোজাফ্ফর হোসেন এর স্ত্রী আর্জিনা বিবির সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে যান মোজাফ্ফর। এর পরেই গতকাল প্রথমে খাবারের সাথে নেশার ওষুধ মিশিয়ে মোজাফ্ফরকে অচিতন্য করে দেন তার স্ত্রী এর পরেই স্ত্রীর প্রেমিক এবং স্ত্রী মিলে বালিশ চাপা দিয়ে মোজাফ্ফরকে হত্যা করে।
এবং মৃত্যু নিশ্চিত করতে মাথায় এবং গোপনাঙ্গে ভারী জিনিস দিয়ে আঘাত করে বলে পুলিশ সূত্রে খবর। এর পরে দেহ লোপাট করার জন্যে চেষ্টা চালালেও ডেথ সার্টিফিকেট না থাকায় দেহটিকে কবর দিতে পারেনি ওই যুগল। এর পরেই এয়ারপোর্ট থানার পক্ষ থেকে মোজাফ্ফর এর স্ত্রী আর্জিনা বিবি এবং তার প্রেমিক মহম্মদ ইলিয়াসকে বাগুইহাটি থানার হাতে তুলে দেওয়া হয়। এদের গ্রেফতার করেছে বাগুইহাটি থানার পুলিশ। দেহটিকে ময়নাতদন্তের জন্য বারাসাত হাসপাতালে পাঠানো হয়েছে। আজ এদের বারাসাত আদালতে তোলা হবে।