বিবেক চেতনা উৎসবে সিপিএম বিধায়কের নামে রাস্তার নামকরণ। সৌজন্যের রাজনীতি। সিপিএমের প্রয়াত প্রাক্তন বিধায়ক এর নামে রাস্তার নামকরণ, বসিহাট মহাকুমার বসিহাট পৌরসভার ৬, নম্বর ওয়ার্ডের মুন্সেফ পাড়ার বাসিন্দা টানা ৭,বারের সিপিএমের বিধায়ক, ৩,বারের পৌরসভার চেয়ারম্যান, প্রায়াত:নারায়ণ মুখার্জি নামে এবার রাস্তার নামকরণ করল তৃণমূল কংগ্রেস।
আজ সারাদেশে বিবেক চেতনা উৎসব পালিত হচ্ছে, সৌজন্যে রাজনীতি দেখালো, রাজ্যে পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে সৌজন্যের রাজনীতি দেখালো তা বলা বাহুল্য। আজ ৬, নম্বর ওয়ার্ডের বকুল তলা থেকে মাটির বার্ন পর্যন্ত প্রায় হফ কিলোমিটার রাস্তা সিপিএমের বিধায়ক নারায়ণ মুখার্জি নামে নামকরণ করলেন। তার শুভ উদ্বোধন হলো আজ ফিতে কেটে উদ্বোধন করেন বসিরহাট পৌরসভার পৌর প্রশাসক অসিত মজুমদার, বসিরহাট দক্ষিণের বিধায়ক চিকিৎসক সপ্তসী ব্যানার্জি, ছিলেন প্রয়াত সিপিএম নেতার ছেলে জ্যোতিপ্রকাশ মুখোপাধ্যায়, সহ গুণী ও বিশিষ্ঠজনেরা ছিলেন।
বাবার নামে রাস্তার নামকরণ তিনি তৃণমূলকে সৌজন্যে রাজনীতি বলে আখ্যা দিয়েছেন এবং তিনি কৃতজ্ঞ পাশাপাশি বলেন বাবা খুব ভালো মানুষ ছিল রাজনীতির বিভাজন না দেখে সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের নিয়ে থাকতেন আজ বাবার নামে রাস্তা নামকরণ হয় আমরা খুশি।
আর ও পড়ুন শান্তিপুর বাগআঁচড়া এলাকা থেকে উদ্ধার একটি বিরল প্রজাতির পাখি
উল্লেখ্য, বিবেক চেতনা উৎসবে সিপিএম বিধায়কের নামে রাস্তার নামকরণ। সৌজন্যের রাজনীতি। সিপিএমের প্রয়াত প্রাক্তন বিধায়ক এর নামে রাস্তার নামকরণ, বসিহাট মহাকুমার বসিহাট পৌরসভার ৬, নম্বর ওয়ার্ডের মুন্সেফ পাড়ার বাসিন্দা টানা ৭,বারের সিপিএমের বিধায়ক, ৩,বারের পৌরসভার চেয়ারম্যান, প্রায়াত:নারায়ণ মুখার্জি নামে এবার রাস্তার নামকরণ করল তৃণমূল কংগ্রেস।
আজ সারাদেশে বিবেক চেতনা উৎসব পালিত হচ্ছে, সৌজন্যে রাজনীতি দেখালো, রাজ্যে পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে সৌজন্যের রাজনীতি দেখালো তা বলা বাহুল্য। আজ ৬, নম্বর ওয়ার্ডের বকুল তলা থেকে মাটির বার্ন পর্যন্ত প্রায় হফ কিলোমিটার রাস্তা সিপিএমের বিধায়ক নারায়ণ মুখার্জি নামে নামকরণ করলেন। তার শুভ উদ্বোধন হলো আজ ফিতে কেটে উদ্বোধন করেন বসিরহাট পৌরসভার পৌর প্রশাসক অসিত মজুমদার, বসিরহাট দক্ষিণের বিধায়ক চিকিৎসক সপ্তসী ব্যানার্জি, ছিলেন প্রয়াত সিপিএম নেতার ছেলে জ্যোতিপ্রকাশ মুখোপাধ্যায়, সহ গুণী ও বিশিষ্ঠজনেরা ছিলেন।