নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৬ই আগস্ট : কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দেওয়ায় শিলিগুড়ি, আসানসোল ও সল্টলেকে কিছু মানুষ জাতীয় পতাকা নিয়ে মিছিল করেছিল। তাঁদেরকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের এই ভূমিকা কেন্দ্রের কাছে তুলে ধরবে বলে জানান বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। মঙ্গলবার বিজেপির রাজ্য দফতরে তিনি বলেন, এটা কি পাকিস্তান হয়ে গিয়েছে, যে জাতীয় পতাকা নিয়ে মিছিল করলে পুলিশ গ্রেফতার করবে। একইসঙ্গে গতকাল মেদিনীপুরে বিজেপির এসডিও অফিস ঘেরাওকে কেন্দ্র করে পুলিশ যে অত্যাচার চালিয়েছে, তার প্রতিবাদে হাইকোর্টে যাওয়ার কথা জানান তিনি।
পাশাপাশি এদিন বিভিন্ন সরকারি সংগঠনের ৫০ জন কর্মী বিজেপিতে যোগ দেয়। তাঁদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত সরকারি কর্মচারী সংগঠন এর কোর কমিটির সদস্য ও শীর্ষ নেতা শ্রী সঞ্জিব পাল। এছাড়া ভূমি ও ভূমি সংস্কার বিভাগ, যুব কল্যাণ দপ্তর, কর্মী বর্গ ও প্রশাসনিক সংস্কার বিভাগ, পর্যটন দপ্তর, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, স্বাস্থ্য ও আয়ুস দপ্তর, পৌরসভা ও তন্তুজ বিভাগের কর্মীরা। এবং হেয়ার স্কুল শিক্ষক শ্রী আশীষ কুমার সিং বিজেপিতে যোগ দেয়।