নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ২২ অক্টোবর,২০২০ :বিমল গুরুংয়ের সাথে কী ডিল হয়েছে, পৃথক রাজ্যের দাবির কাছে কি আত্মসমর্পণ করলেন রাজ্য সরকার?
এই প্রশ্নের উত্তর জানতে চান শিলিগুড়ি বিধানসভার বিধায়ক অশোক ভট্টাচার্য।
গতকাল বিমল গুরুং এক সাংবাদিক সম্মেলন করে বলেন আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর হয়ে কাজ করবে তারা। তাদের যা দাবি ছিল সেই সমস্ত দাবিগুলো মুখ্যমন্ত্রী মেনে নিয়েছে এবং তারই ফলপ্রসূ হিসেবে তারা বিজেপির দিক থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে ফের তৃণমূলের দিকে ঝুকছেন। বিধানসভা নির্বাচনে বিজেপির জন্য নয় তারা লড়াই করবেন রাজ্যের শাসক দলের হয়ে। পাহাড়ের আন্দোলনের সময় বিমল গুরুংকে গা ঢাকা দিতে হয়। আচমকাই গতকাল বিমল গুরুং সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার জানিয়ে দেয় বিজেপির দিক থেকে তারা সরে এসে তৃণমূলের সাথে ফের হাত মেলাচ্ছন। অন্যদিকে এবিষয়ে রাজ্যের পর্যটন মন্ত্রী কোনো মন্তব্য করতে চাইনি।