Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
The Airport Authority visited to the malda district in Malda Airport

মালদা বিমানবন্দর পরিদর্শন করলেন এয়ারপোর্ট অথরিটি

মালদা বিমানবন্দর পরিদর্শন করলেন এয়ারপোর্ট অথরিটি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বিমানবন্দর

মালদা বিমানবন্দর পরিদর্শন করলেন এয়ারপোর্ট অথরিটি। জেলা প্রশাসন আধিকারিকদের সাথে নিয়ে বিমান বন্দর পরিদর্শন করেন তারা।মুখ্যমন্ত্রী জেলা সফরে মালদা শহরে প্রশাসনিক বৈঠকে এসে খোঁজ নিয়েছিলেন মালদার বিমানবন্দরে নিয়ে। দ্রুত বিমানবন্দর চালু করার কথাও জানিয়েছিলেন তিনি।ইতিমধ্যেই সোমবার এয়ারপর্ট অথরিটি অফ ইন্ডিয়া একটি প্রতিনিধিদল বিমানবন্দরের পরিস্থিতি খতিয়ে দেখেন।

 

বর্তমানে মালদা বিমান বন্দরে যে রান ওয়ে রয়েছে তাতে 19 আসন বিশিষ্ট বিমান নামলেও 90 আসনবিশিষ্ট বিমান নামার জন্য রান ওরের সম্প্রসারণ জরুরি। সে ক্ষেত্রে বিমানবন্দরের পাশে বিভিন্ন সরকারি জমিতে যেগুলি দখল হয়ে গিয়েছে সে গুলি দখলমুক্ত করতে হবে প্রয়োজনে জমি অধিগ্রহণ করতে হবে।বিমানবন্দর চালু হলে উপকৃত হবে মালদাবাসী। ব্যবসায় উন্নতি দ্রুত হবে। আর এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি চাপান তোর।

 

বিজেপির জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন,আমাদের সাংসদ খগেন মুর্মু এই নিয়ে বারবার কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করেছেন। সঠিক বিমানবন্দর তৈরি করার জন্য যে জমির প্রয়োজন তা অধিগ্রহণ করে দিচ্ছে না রাজ্য সরকার।তাদের সদিচ্ছার অভাব এই এই বিমানবন্দর এখনো চালু হয়নি বলে অভিযোগ তার।

 

পাল্টা তৃণমূলের মালদা জেলার মুখপাত্র শুভময় বসু বলেন,রাজ্য সরকার তার p.w.d. ডিপারমেন্টর মাধ্যমে 50 কোটি টাকা ব্যয় করে পরিকাঠামো নির্মাণ করেছে। বিরোধীরা এটা নিয়ে অযথা রাজনীতি করছেন।মুখ্যমন্ত্রী যখন বিমানবন্দর চালু করার পরিকল্পনা নিয়েছেন দ্রুতই বিমানবন্দর চালু হবে।

 

আর ও পড়ুন    পানাম পেপার মামলায় ঐশ্বর্য রাই বচ্চনকে তলব করলো ইডি

 

উল্লেখ্য, মালদা বিমানবন্দর পরিদর্শন করলেন এয়ারপোর্ট অথরিটি। জেলা প্রশাসন আধিকারিকদের সাথে নিয়ে বিমান বন্দর পরিদর্শন করেন তারা।মুখ্যমন্ত্রী জেলা সফরে মালদা শহরে প্রশাসনিক বৈঠকে এসে খোঁজ নিয়েছিলেন মালদার বিমানবন্দরে নিয়ে। দ্রুত বিমানবন্দর চালু করার কথাও জানিয়েছিলেন তিনি।ইতিমধ্যেই সোমবার এয়ারপর্ট অথরিটি অফ ইন্ডিয়া একটি প্রতিনিধিদল বিমানবন্দরের পরিস্থিতি খতিয়ে দেখেন। বর্তমানে মালদা বিমান বন্দরে যে রান ওয়ে রয়েছে তাতে 19 আসন বিশিষ্ট বিমান নামলেও 90 আসনবিশিষ্ট বিমান নামার জন্য রান ওরের সম্প্রসারণ জরুরি।

 

সে ক্ষেত্রে বিমানবন্দরের পাশে বিভিন্ন সরকারি জমিতে যেগুলি দখল হয়ে গিয়েছে সে গুলি দখলমুক্ত করতে হবে প্রয়োজনে জমি অধিগ্রহণ করতে হবে।বিমানবন্দর চালু হলে উপকৃত হবে মালদাবাসী। ব্যবসায় উন্নতি দ্রুত হবে। আর এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি চাপান তোর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top