বিমানবন্দরে চলন্ত সিঁড়ির কাণ্ডে বিড়ালের ভ্যাবাচ্যাকা, ভাইরাল মজার ভিডিয়ো

বিমানবন্দরে চলন্ত সিঁড়ির কাণ্ডে বিড়ালের ভ্যাবাচ্যাকা, ভাইরাল মজার ভিডিয়ো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



ভাইরাল – ইস্তানবুল বিমানবন্দরে ঘটে গেল এক মজার ঘটনা। চলন্ত সিঁড়িতে চেপে উপরে উঠতে চাইছিল একটি বিড়াল। কিন্তু সে বুঝতেই পারেনি যে আসলে নেমে যাওয়ার সিঁড়িতে উঠে বসেছে। ফলে যতই ধাপ টপকে লাফিয়ে উঠতে চায়, ততই নীচের দিকে নেমে যাচ্ছিল। কয়েকবার চেষ্টা করেও সফল না হয়ে এক সময় সিঁড়ির ধাপে বসে পড়ে সে।

তখনই এগিয়ে আসেন এক তরুণ। তিনি বিড়ালটিকে কোলে তুলে সঠিক দিকের সিঁড়িতে বসিয়ে দেন। আর তাতেই বিনা বাধায় উপরে উঠে যায় ছোট্ট প্রাণীটি।

এই হাস্যকর অথচ মিষ্টি দৃশ্যের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে ‘টিআরটিওয়ার্ল্ড’-এর ইনস্টাগ্রাম পেজ থেকে। ইতিমধ্যেই নেটিজেনরা দারুণ মজা পাচ্ছেন এই ভিডিয়ো দেখে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top