বিমানবন্দরে দুই স্ত্রীর টানাটানি! বিদেশফেরত স্বামীকে নিয়ে বিহারে চাঞ্চল্য, ভাইরাল হল ভিডিয়ো

বিমানবন্দরে দুই স্ত্রীর টানাটানি! বিদেশফেরত স্বামীকে নিয়ে বিহারে চাঞ্চল্য, ভাইরাল হল ভিডিয়ো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


ভাইরাল – কার বাড়ি আগে যাবে, তা নিয়ে দুই স্ত্রীর মধ্যে বিমানবন্দরে তৈরি হল চরম অস্বস্তিকর পরিস্থিতি। বিদেশফেরত স্বামীকে ঘিরে দুই স্ত্রীর এমন টানাটানিতে মুহূর্তে হইচই পড়ে যায় চত্বর জুড়ে। ঘটনাটি ঘটেছে বিহারে, এবং সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিহারের এক যুবক সৌদি আরব থেকে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে বেরোতেই তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন দুই স্ত্রী। কে আগে স্বামীকে নিজের বাড়ি নিয়ে যাবেন, তা নিয়েই শুরু হয় বিবাদ। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানবন্দরে দাঁড়িয়ে দুই স্ত্রী যুবকের জামা ধরে টানাটানি করছেন। এক জন চিৎকার করে বলেন, “ও আমার ঘরে যাবে,” অন্যজন সঙ্গে সঙ্গে পাল্টা বলেন, “না, ও আগে আমার বাড়ি যাবে।” কিছু সময়ের জন্য কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকেন যুবক, পরে বিরক্ত হয়ে সরে যান—তবে দুই স্ত্রী পিছু ছাড়েননি।

ওই ভিডিয়োটি প্রকাশ করেছে সংবাদমাধ্যম First Bihar Jharkhand-এর এক্স (X) হ্যান্ডল। মুহূর্তে ভাইরাল হওয়া এই ভিডিয়োতে ইতিমধ্যেই লাইক, শেয়ার এবং মজার মন্তব্যের বন্যা বয়ে গেছে। কেউ রসিকতা করে লিখেছেন, “এই জন্যই দুটো বিয়ে করা উচিত না—বাড়ি ফিরেও শান্তি নেই!” আবার আরেকজন মন্তব্য করেছেন, “ভাগ্যবান যুবক—দু’জন স্ত্রীই ওকে বাড়ি নিয়ে যেতে লড়ছে!”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top