ভাইরাল – দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা পরীক্ষার সময় এক যাত্রী হঠাৎ অচেতন হয়ে পড়লে তৎপরতায় প্রাণ বাঁচালেন সিআইএসএফ জওয়ান বীরেন্দ্র সিংহ। ঘটনাটি ঘটেছে ১ সেপ্টেম্বর, যখন যাত্রী মহম্মদ মুখতার আলম বিমানে ওঠার আগে নিরাপত্তা তল্লাশির লাইনে দাঁড়িয়ে ছিলেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, যাত্রী হঠাৎ অসুস্থ বোধ করে মাটিতে বসে পড়েন। পাশে থাকা সিআইএসএফ আধিকারিক প্রথমে তাঁকে জল দেন, কিন্তু তাতে কোনও লাভ হয়নি। কিছুক্ষণের মধ্যেই তিনি সম্পূর্ণ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। চিকিৎসক পৌঁছানোর আগেই বীরেন্দ্র সিংহ যাত্রীকে মাটিতে শুইয়ে সিপিআর (কার্ডিয়োপালমোনারি রিসাসিটেশন) দিতে শুরু করেন। ভিডিওতে দেখা যায়, চিকিৎসাদল বিমানবন্দরে আসা পর্যন্ত তিনি ধারাবাহিকভাবে সিপিআর দিয়ে যাচ্ছিলেন। পরে অসুস্থ যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসার পর তাঁর অবস্থা স্বাভাবিক হয়ে যায়।
সিআইএসএফ নিজেদের এক্স হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে লিখেছে, “১ সেপ্টেম্বর নিরাপত্তা পরীক্ষার সময় যাত্রী অজ্ঞান হয়ে পড়েন। সিআইএসএফ জওয়ান বীরেন্দ্র সিংহের সময়মতো সিপিআর দেওয়াতেই তাঁর জীবন রক্ষা হয়।” ভিডিওটি ইতিমধ্যেই সাড়ে ছ’লক্ষ বারের বেশি দেখা হয়েছে এবং প্রায় চার হাজার মানুষ এতে প্রতিক্রিয়া জানিয়েছেন।
নেটিজেনদের একাংশ জওয়ানের তৎপরতার প্রশংসা করেছেন এবং মতামত দিয়েছেন যে সিপিআর দেওয়ার মতো জীবনরক্ষাকারী কৌশল স্কুলে শেখানো উচিত। তবে কিছু নেটাগরিক মনে করছেন, অজ্ঞান হলেই সিপিআর দেওয়া উচিত নয়, কারণ অজ্ঞান হওয়ার কারণ ভিন্ন হতে পারে — যেমন রক্তে শর্করার মাত্রা কমে যাওয়া বা হঠাৎ আতঙ্ক।
