Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
The airstrikes to killed to the 160 person Houthi rebels

বিমান হামলায় ১৬০ হুতি বিদ্রোহী নিহত

বিমান হামলায় ১৬০ হুতি বিদ্রোহী নিহত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বিমান

বিমান হামলায় ১৬০ হুতি বিদ্রোহী নিহত। গতকাল শনিবার চালানো বিভিন্ন হামলায় তারা নিহত হয় বলে দাবি করেছে সরকারি বাহিনী। তবে এ ব্যাপারে হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে সূত্রের খবর।

 

ইয়েমেনে কৌশলগত শহর মারিবের দক্ষিণে সৌদি নেতৃত্বাধীন জোট–সমর্থিত সরকারি বাহিনীর বিমান হামলায় ১৬০ হুতি বিদ্রোহী নিহত হয়েছে। উত্তর ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট-সমর্থিত সরকারি বাহিনীর সবশেষ শক্ত ঘাঁটি মারিব ছিনিয়ে নিতে এ বছরের ফেব্রুয়ারি মাসে আভিযান শুরু করে হুতি বিদ্রোহীরা।

 

সাময়িক বিরতির পর সম্প্রতি আবারও লড়াই জোরালো করে তারা। সৌদি জোটকে উদ্ধৃত করে সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ‘গত ২৪ ঘণ্টায় আবদিয়াতে আমরা ৩২টি হামলা চালিয়েছি। এতে ১১টি সামরিক যান ধ্বংস এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করা ১৬০টির বেশি উপকরণ নির্মূল করা হয়েছে।

 

সূত্র মারফত জানা গিয়েছে, বিমান হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে হুতি বিদ্রোহীরা সাধারণত কথা বলে না। আর সে কারণে হামলায় নিহত ব্যক্তির সংখ্যা আসলেই ১৬০ কি না, এর সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি। তবে সৌদি জোটের দাবি, মারিব দখলের জন্য ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ে শুধু গত সোমবার থেকে এ পর্যন্ত সাত শতাধিক বিদ্রোহী নিহত হয়েছে।

 

আর ও পড়ুন    বিছানায় বয়ফ্রেন্ড অকারণ প্রবল জোরে চিৎকার করলেন, তারপর……

 

বিশ্বস্ত এক সূত্রকে উদ্ধৃত  করে এএফপি জানায়, চার সপ্তাহের অবরোধ শেষে আবদিয়া জেলার কেন্দ্রে পৌঁছে গেছে বিদ্রোহীরা। মারিব থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আবদিয়ার অবস্থান।

 

ইয়েমেনের সরকারি কর্মকর্তাদের দাবি, ইয়েমেনি আদিবাসীদের যারা সরকারি বাহিনীকে সমর্থন জানিয়েছে, তাদের বিদ্রোহীরা ‘অপহরণ করেছে, বন্দি করেছে ও নিপীড়ন’ চালিয়েছে। তারা আরও অভিযোগ করেছে, গত ২৪ ঘণ্টায় ২০ অনুগত সেনা ও আদিবাসী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪৭ জন।’

 

উল্লেখ্য, গতকাল শনিবার চালানো বিভিন্ন হামলায় তারা নিহত হয় বলে দাবি করেছে সরকারি বাহিনী। তবে এ ব্যাপারে হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে সূত্রের খবর।ইয়েমেনে কৌশলগত শহর মারিবের দক্ষিণে সৌদি নেতৃত্বাধীন জোট–সমর্থিত সরকারি বাহিনীর বিমান হামলায় ১৬০ হুতি বিদ্রোহী নিহত হয়েছে। উত্তর ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট-সমর্থিত সরকারি বাহিনীর সবশেষ শক্ত ঘাঁটি মারিব ছিনিয়ে নিতে এ বছরের ফেব্রুয়ারি মাসে আভিযান শুরু করে হুতি বিদ্রোহীরা।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top