ভাইরাল – দিল্লির এক জাঁকজমকপূর্ণ বিয়েবাড়িতে হাজির ছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। ঝলমলে আলোয় সাজানো বিশাল মঞ্চ, চারদিকে উৎসবের আমেজ—এই পরিবেশেই ঘটে গেল এক অদ্ভুত মুহূর্ত। মঞ্চে দাঁড়ানো পাত্রীর পাশে এসে শাহরুখ খান নিজেই ‘জওয়ান’ ছবির জনপ্রিয় গানের ছন্দে নাচতে শুরু করলেন। মুহূর্তেই চারপাশে উচ্ছ্বাস। তাঁর পরিচিত ‘হুক স্টেপ’-এ মাতিয়ে দিলেন পুরো অনুষ্ঠান। তারপর হাসিমুখে পাত্রীর দিকে হাত বাড়িয়ে তাঁকে নাচার অনুরোধ করলেন কিং খান। কিন্তু লাজুক পাত্রী শাহরুখের হাত ধরলেন না, এক জায়গায় দাঁড়িয়ে রইলেন নিশ্চুপ ও লজ্জায় রাঙা মুখে। এই দৃশ্যই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে শেয়ার হওয়া সেই ভিডিওতে দেখা যায়, বিত্তশালী পরিবারের কন্যার বিয়েতে শাহরুখের উপস্থিতিতে সাজানো হয়েছে বিশেষ মঞ্চ। মধুর সঙ্গীত, আলোর ঝলকানি, চারদিকে আনন্দের আবহ—সব মিলিয়ে রাজকীয় আয়োজন। কিন্তু এতকিছুর মাঝেও পাত্রী শাহরুখের সঙ্গে নাচতে অস্বীকৃতি জানালেন কেবল লজ্জার কারণে। শাহরুখের পাশে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তাঁর বাড়ানো হাত ধরতে পারলেন না তিনি। মুহূর্তটি দেখে বিস্মিত হয়েছেন বহু নেটাগরিক। কেউ লিখেছেন, “এমন সুযোগ জীবনে একবার আসে!” কেউ আবার মজার ছলে কটাক্ষও করেছেন পাত্রীর এই সংকোচকে।
তবে ভিডিওটি প্রকাশ্যে আসতেই লাইক, কমেন্ট আর শেয়ারের বন্যা বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শাহরুখকে এত কাছ থেকে দেখে সাধারণত যেভাবে মানুষ উচ্ছ্বাসে ভাসে, সেই তুলনায় পাত্রীর এই সংযত আচরণ নেটদুনিয়ায় তৈরি করেছে আলোচনার ঝড়।




















