প্রেমিকার বিয়ের খবরে আত্মঘাতী প্রেমিক। প্রেমিকার বিয়ে অন্যত্র ঠিক হয়েছে এই খবরে কর্মস্থল হায়দ্রাবাদে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল প্রেমিক। মৃত প্রেমিকের নাম সেখ জহিরউদ্দিন (২৭)। বাড়ি ডোমজুর থানার কোরোলা মধ্যপাড়ায়। জানা গেছে জহিরউদ্দিনের সঙ্গে পাশের গ্রামের নতিবপুরের বাসিন্দা পারভীন খাতুনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের সম্পর্কে টানাপোড়েন চলছিল এবং জহিরউদ্দিন কর্মসূত্রে হায়দ্রাবাদ চলে যায়। যদিও জহিরউদ্দিন ফোনে পারভীনের সঙ্গে যোগাযোগ রাখছিল।
বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার পর পারভীনের দাদা বোনকে জহিরউদ্দিনের সঙ্গে সম্পর্ক রাখতে বারণ করে। এমনকি পারভীনের পরিবার রবিবার পারভীনের বিয়ে ঠিক করে। এদিকে বন্ধু মারফত জহিরউদ্দিন বিষয়টি জানতে পেরে তার কর্মস্থল হায়দ্রাবাদে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। অন্যদিকে সোমবার জহিরউদ্দিনের পরিবার বিষয়টি জানতে পারার পরেই তারা পারভীনের বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়। পরে ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন – ফের ঝাড়গ্রামে মাথা চাড়া দিল ম্যালেরিয়া আতঙ্ক
উল্লেখ্য,প্রেমিকার বিয়ে অন্যত্র ঠিক হয়েছে এই খবরে কর্মস্থল হায়দ্রাবাদে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল প্রেমিক। মৃত প্রেমিকের নাম সেখ জহিরউদ্দিন (২৭)। বাড়ি ডোমজুর থানার কোরোলা মধ্যপাড়ায়। জানা গেছে জহিরউদ্দিনের সঙ্গে পাশের গ্রামের নতিবপুরের বাসিন্দা পারভীন খাতুনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের সম্পর্কে টানাপোড়েন চলছিল এবং জহিরউদ্দিন কর্মসূত্রে হায়দ্রাবাদ চলে যায়। যদিও জহিরউদ্দিন ফোনে পারভীনের সঙ্গে যোগাযোগ রাখছিল।
বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার পর পারভীনের দাদা বোনকে জহিরউদ্দিনের সঙ্গে সম্পর্ক রাখতে বারণ করে। এমনকি পারভীনের পরিবার রবিবার পারভীনের বিয়ে ঠিক করে। এদিকে বন্ধু মারফত জহিরউদ্দিন বিষয়টি জানতে পেরে তার কর্মস্থল হায়দ্রাবাদে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। অন্যদিকে সোমবার জহিরউদ্দিনের পরিবার বিষয়টি জানতে পারার পরেই তারা পারভীনের বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়। পরে ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিয়ের খবরে