বিনোদন – ছোটপর্দার জনপ্রিয় মুখ পায়েল দেব আবারও নজর কাড়লেন ভক্তদের। ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালের মুমু দিদি চরিত্রে দর্শকমহলে জনপ্রিয় হয়ে ওঠা এই অভিনেত্রী গত বছর ডিসেম্বরে পাঞ্জাবি ব্যবসায়ী শিখর ট্যান্ডনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন। আর এবছর বিয়ের পর প্রথম করবা চৌথ উদ্যাপন করলেন পায়েল, যা নিয়ে মাতামাতি সোশ্যাল মিডিয়ায়।
নিজের ইনস্টাগ্রামে পায়েল শেয়ার করেছেন সেই বিশেষ দিনের কয়েকটি ছবি। তাতে দেখা গিয়েছে, লাল বেনারসি, মাথায় লাল ওড়না, হাতে লাল চূড়া, সোনার গয়না আর দুহাত ভরা মেহেন্দিতে সেজেছেন তিনি। সিঁথিতে সিঁদুর আর মুখে উজ্জ্বল হাসি— নববধূ পায়েলের সাজে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। করবা চৌথের নিয়ম মেনে পায়েল পুজো সেরে চালুনি দিয়ে চাঁদ দেখে স্বামী শিখরের মুখ দেখেন, এরপর শিখরই তাঁর উপোস ভাঙান।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “আমাদের প্রথম করবা চৌথ।” এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পায়েল জানিয়েছেন, ছোটবেলা থেকেই বলিউডের সিনেমা আর ধারাবাহিকে করবা চৌথ দেখতেন, তাই এই রীতি নিয়ে তাঁর ছিল বিশেষ আকর্ষণ। তিনি আরও জানান, প্রথম বছর বলে করবা চৌথের নিয়ম-কানুন ভালোভাবে জানতেন না, শাশুড়ির কাছ থেকেই শিখছেন সব রীতি। শ্বশুরবাড়িতে নাকি স্পষ্ট বলা হয়েছে, নতুন বৌয়ের মতো সেজে নিয়ম মেনে যেন তিনি এই উৎসব পালন করেন।
উল্লেখ্য, ২০২৩ সালে পঞ্জাবি মতে রোকা সেরেছিলেন পায়েল ও শিখর। তারপর ২০২৪ সালের ডিসেম্বরে তাদের বিয়ে হয়। সোশ্যাল মিডিয়াতেই প্রথম আলাপ, সেখান থেকেই গড়ে ওঠে সম্পর্ক ও ভালোবাসা। বর্তমানে অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়ে স্বামীর সঙ্গে সংসারজীবনে ব্যস্ত পায়েল, কিন্তু তাঁর গ্ল্যামার ও হাসি এখনও মুগ্ধ করছে ভক্তদের মন।
