বিয়ের পর প্রথম জন্মদিনে রোম্যান্টিক মেজাজে অভিষেক-শার্লি, আদুরে পোস্টে উথলে উঠল প্রেম

বিয়ের পর প্রথম জন্মদিনে রোম্যান্টিক মেজাজে অভিষেক-শার্লি, আদুরে পোস্টে উথলে উঠল প্রেম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিনোদন – চলতি বছরের এপ্রিল মাসে আইনত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন টেলিভিশনের জনপ্রিয় জুটি অভিষেক বসু ও শার্লি মোদক। বিবাহের পর এটাই অভিষেকের প্রথম জন্মদিন, তাই দিনটি স্বাভাবিকভাবেই বিশেষ হয়ে উঠেছে নবদম্পতির কাছে। বুধবার রাত ১২টা বাজতেই স্ত্রী শার্লি বিশেষ সারপ্রাইজ দেন স্বামীকে। এরপর সোশ্যাল মিডিয়ায় আবেগে ভরা একটি পোস্ট শেয়ার করেন তিনি।

শার্লি তাঁদের একগুচ্ছ রোম্যান্টিক ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “আজ তোমার জন্মদিন, আমার জীবনের সবচেয়ে মূল্যবান ও বিশেষ মানুষ তুমি। আমি তোমাকে ভালোবাসি অভিষেক, তুমি আমার বন্ধু, তুমি আমার পৃথিবী। তোমার নৈপুণ্যের প্রতি শ্রদ্ধা, তোমার নম্রতা আর কৃতজ্ঞতা আমাকে প্রতিদিন নতুন করে তোমার প্রেমে পড়তে শেখায়।” তিনি আরও লেখেন, “তুমি আমাকে যেমন সম্মান করো, তেমন ভালোবাসো, এই সম্পর্ককে যে শ্রদ্ধা দিয়েছ, তার জন্য চিরকৃতজ্ঞ আমি। শুভ জন্মদিন আমার বন্ধু, আমার বর, আমার পৃথিবী।”

স্ত্রীর আবেগঘন বার্তা দেখে আপ্লুত জন্মদিনের নায়ক অভিষেক বসু। কমেন্টে তিনি লিখেছেন, “তুমি আমার জীবনকে বাঁচার মতো করে তুলেছ। তোমার ভালোবাসা মাল্টিভার্সের দেবতাদের সম্মিলিত আশীর্বাদ। আমি প্রতিদিন আরও ভালো মানুষ হতে চাই তোমার জন্য। আমি তোমাকে ভালোবাসি শার্লু, তুমি আমার ঈশ্বর।”

এরপর অভিষেক নিজের জন্মদিনের কেক কাটার ভিডিওও শেয়ার করেন, যেখানে দু’জনের ভালোবাসায় ভরা মুহূর্তগুলি ধরা পড়েছে। ক্যাপশনে তিনি লিখেছেন, “আমার জন্মের একমাত্র উদ্দেশ্য ছিল বাবা-মাকে খুশি করা, কিন্তু এখন জানি—আমাকে পাঠানো হয়েছিল তোমার যত্ন নেওয়ার জন্য। ধন্যবাদ আমার সুপার-ওয়াইফ, তোমার ভালোবাসা আমার আশীর্বাদ।”

শার্লিও ভালোবাসায় ভরা উত্তর দিয়ে লেখেন, “আজ তোমার জন্মদিন, অথচ তুমি এখনও আমায় বিশেষ অনুভব করাচ্ছ। আমি তোমাকে ভালোবাসি।” নবদম্পতির এই আদুরে কথোপকথনে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া, শুভেচ্ছায় ভেসেছে তাঁদের কমেন্ট সেকশন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top