বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা! বিয়ের দিন কি পাকা?

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা! বিয়ের দিন কি পাকা?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
tollywood

tollywood

এক সাক্ষাৎকারে ঐন্দ্রিলা জানিয়েছিলেন ২০২১ এর ডিসেম্বরে বিয়ে করার পরিকল্পনা রয়েছে তার। তবে কি সেই কথাই ঠিক। সম্পর্কের প্রায় ১০ বছর পর করে ফেলেছেন তারা। টলিউডের লাভ বার্ড এর বিয়ে নিয়ে উৎসুক সকলেই। তাদের সোশাল মিডিয়া পোস্টে প্রায়ই তাদের বিয়ের কথা জিজ্ঞেস করেন অনুরাগীরা। যদিও বিয়েটা আদৌ এবছর হচ্ছে কিনা তা নিয়ে অঙ্কুশ ঐন্দ্রিলা কিছুই স্পষ্ট জানাননি।

সদ্য দুজনে বড়পর্দায় কাজও করেছেন। ম্যাজিক সিনেমায় একে অপরের সঙ্গে কাজ করতে দেখা গিয়েছে তাদের। সাত পাকে বাঁধা serial দিয়েই নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা। সেইজন্যই হয়তো বিক্রমের সংগে লাভ বার্ড জুটির বন্ধুত্বও বেশ গভীর। ডান্স বাংলা ডান্স এ অঙ্কুশ এবং বিক্রমকে একসঙ্গে সঞ্চালনা করতে দেখা যাচ্ছে। তবে হটাৎ এই লাভ বার্ড এর বিয়ের প্রসঙ্গ এলো কোথা থেকে?

শুক্রবার অভিনেতা অঙ্কুশ হাজরা তার ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একটি পোস্ট করেছেন এবং সেখান থেকেই গুঞ্জনের সূত্রপাত। অঙ্কুশের ওই পোস্ট দেখে টলিপাড়ার অনেকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের। বিয়ের বিষয়ে একেবারে শোরগোল পড়ে যায়। অঙ্কুশ লিখেছেন, “অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সে আমাদের পরিবারের অংশ হতে চলেছে। স্বপ্ন সত্যি হতে চলেছে।” এই পোস্টে প্রতিক্রিয়ায় ঐন্দ্রিলা লিখেছেন, ” ইয়েয়য়”।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top