নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা ,৯ ই আগস্ট : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ ধৃত যুবক । গোবরডাঙ্গার ঘটনা ।বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর ধর্ষণ । গোবরডাঙা থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত ।পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম কার্তিক পাল । বছর চৌত্রিশের কার্তিকের বাড়ি মসলন্দপুর নতুন পল্লী এলাকায় ।বৃহস্পতিবার বিকালে গোবরডাঙ্গার বাসিন্দা স্বামী বিচ্ছিন্না এক মহিলা গোবরডাঙা থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে । তদন্তে নেমে বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত কার্তিককে । শুক্রবার হাবড়া হাসপাতলে তাকে মেডিকেল পরীক্ষা করার পর পাঠানো হয়েছে বারাসত আদালতে ।
জানা গিয়েছে স্বামী বিচ্ছিন্ন ওই মহিলার বছর বারো আগে বিয়ে হয় উড়িষ্যার একটি জায়গায় । বছর খানেক সংসার করার পর হঠাৎ একদিন তার স্বামী নিরুদ্দেশ হয়ে যাওয়ায় গর্ভবতী অবস্থায় ওই বধু বাপের বাড়িতে ফিরে আসে ।এরপর পূর্বপরিচিত কার্তিকের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক তৈরি হয় ।অভিযোগ কার্তিক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে বেশ কয়েক জায়গায় ঘুরতে নিয়ে যায় ও ধর্ষণ করে ।ওই মহিলার একটি বছর দশেকের মেয়েও রয়েছে । গোবরডাঙ্গা থানার তরফে ধৃতের বিরুদ্ধে প্রতারণা ও ধর্ষণের মামলা রুজু করা হয়েছে ।