কলকাতা – নোয়াপাড়ায় এক যুবকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগকারী যুবতী নোয়াপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত রতন রাজবংশীর সঙ্গে প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল যুবতীর। এই সময়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে প্রায় তিন থেকে চার লক্ষ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ। পরে টাকা ফেরত চাইতে গেলে যুবতীকে খুনের হুমকিও দেওয়া হয়। নোয়াপাড়া থানার পুলিশ অভিযুক্ত রতন রাজবংশীকে ইতিমধ্যে গ্রেফতার করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
