বিহার – এক হৃদয়বিদারক ঘটনায় প্রেমিকার বাড়ির সামনে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন ২৫ বছরের যুবক ফায়াজ আহমেদ। ঘটনাটি ঘটেছে বালিয়া জেলার আমদারি গ্রামে, সোমবার রাতে। প্রেমের সম্পর্কে বাধা সৃষ্টি হওয়ায় এই চরম সিদ্ধান্ত নেন তিনি। ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসতেই তা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।
জানা গেছে, গুজরাটে কর্মরত ফায়াজ সম্প্রতি গ্রামে ফিরে আসেন এবং সরাসরি প্রেমিকার বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হন। তবে মেয়েটির পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে ক্ষুব্ধ হয়ে ফায়াজ নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাটিতে ছড়িয়ে পড়া পেট্রোল থেকে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন, যা মুহূর্তে ফায়াজকে গ্রাস করে। তিনি যন্ত্রণায় ছটফট করতে করতে ছুটে বেড়ান, আর স্থানীয় বাসিন্দারা কোনোভাবে আগুন নিভিয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন।
গুরুতর দগ্ধ অবস্থায় প্রথমে তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হলে রেফার করা হয় বারাণসীতে।
ফেফনা থানার ভারপ্রাপ্ত আধিকারিক (এসও) অজয় ত্রিপাঠী জানান, ঘটনাটি প্রেমঘটিত সম্পর্ক ও বিয়ে নিয়ে বিরোধের ফল। ফায়াজ সুস্থ হলে তাঁর বক্তব্য অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মতে, ফায়াজ দীর্ঘদিন ধরে মেয়েটির পরিবারের ওপর বিয়ের জন্য চাপ সৃষ্টি করছিলেন। পরিবারের অসম্মতিতে অবসাদগ্রস্ত হয়ে তিনি এই আত্মঘাতী সিদ্ধান্ত নেন।
এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রেমের জন্য এমন আত্মবিসর্জনের ঘটনা সকলকে হতবাক করেছে।
