দিল্লি – পুনের সাঙ্গভি এলাকায় বিয়ের প্রস্তাব নিয়ে আলোচনার কথা বলে ডেকে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম রামেশ্বর ঘেংগট। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। রামেশ্বর তার পরিবারের এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। এরপর তরুণীর পরিবার বিয়ের বিষয়টি নিয়ে আলোচনার জন্য রামেশ্বরকে তার বাবা-মাকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে আসার জন্য ডেকে পাঠায়।
তরুণীর বাড়িতে দুই পক্ষের মধ্যে কথোপকথন চলাকালীন তর্কাতর্কি শুরু হয় এবং অভিযোগ অনুযায়ী, রামেশ্বরকে একটি ঘরে আটকে বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতরভাবে আহত হন। আহত অবস্থায় রামেশ্বরকে তড়িঘড়ি করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি।
ঘটনার পর রামেশ্বরের পরিবার সাঙ্গভি থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তরুণীর বাবা-সহ মোট নয়জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় আরও দু’জন অভিযুক্ত এখনও পলাতক রয়েছে এবং তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। রামেশ্বরের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
