মুর্শিদাবাদ বেলডাঙ্গা বিয়ের বাড়ি থেকে ফেরার পথে ঘটে গেলো দুর্ঘটনা । সারগাছি থেকে বরযাত্রী গিয়েছিলেন তারা । দুই যুবক মোটর সাইকেলে করে ফেরার পথে রাস্তায় দুটো মটর সাইকেলে রেষারেষি করার ফলে সামনে দিক দিয়ে লরির মুখোমুখি সংঘর্ষে ।

এক যুবকের মৃত্যু হয় মৃত ব্যক্তির নাম নূর মোহাম্মদ আনুমানিক বয়স ১৮ বছর আহত যুবকের নাম সুরোজ সেখ আনুমানিক বয়স ২০ বছর আহত যুবক কে মুর্শিদাবাদ বহরমপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয় । বেলডাঙা থানার পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে । শোকাহত বিয়ে বাড়ি ও এলাকার মানুষেরা ।