বিয়ের মণ্ডপে উড়ে এলো আশীর্বাদের ‘দূত’, নববধূর মাথায় বসে পড়ল পায়রা—নেটপাড়ায় ভাইরাল মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত

বিয়ের মণ্ডপে উড়ে এলো আশীর্বাদের ‘দূত’, নববধূর মাথায় বসে পড়ল পায়রা—নেটপাড়ায় ভাইরাল মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram




ভাইরাল – নতুন জীবনের শুরুতেই যেন স্বর্গ থেকে আশীর্বাদ এল আকাশ ছুঁয়ে। বিয়ের মণ্ডপে আচমকাই এক পায়রার আগমন—আর সোজা গিয়ে সে বসে পড়ল নববধূর মাথায়! এই বিরল, মন ভাল করে দেওয়া মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়, যা এখন ভাইরাল সমাজমাধ্যমে। নেটিজেনরা একে বলছেন “ঈশ্বরের দূত”, নববধূকে বলছেন “ভাগ্যবতী”।

ইতিমধ্যেই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে—বিয়ের আচার চলছে, মণ্ডপে বর-কনে পাশাপাশি বসে। লাল লেহেঙ্গা পরা নববধূর কোলের উপর দানসামগ্রী দিচ্ছেন এক প্রৌঢ়। ঠিক তখনই হঠাৎ একটি পায়রা উড়ে এসে নববধূর মাথায় বসে পড়ে। মুহূর্তেই সবার মধ্যে চমক এবং আনন্দের আবহ। উপস্থিত সবাই নববধূকে নড়তে নিষেধ করেন। কেউ কেউ বলে ওঠেন, “ঈশ্বর স্বয়ং আশীর্বাদ করতে এসেছেন।”

সেই সময় বরকেও দেখা যায় হাতজোড় করে পায়রাটিকে নমস্কার জানাতে। নববধূ নিজেও বিস্ময়ে হাসতে থাকেন। পায়রাটি বেশ কিছু সেকেন্ড ধরে তাঁর মাথায় বসে থাকে, তারপর ধীরে ধীরে উড়ে যায়। এই অপ্রত্যাশিত অথচ পবিত্র মুহূর্ত উপস্থিত প্রত্যেকের হৃদয় ছুঁয়ে যায়।

ভিডিওটি ইনস্টাগ্রামে ‘বিনয় শর্মা ও ভূমিকা শর্মা’ নামক একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা, “সেদিন আমরা কেবল মানুষের কাছ থেকেই নয়, আকাশ থেকেও আশীর্বাদ পেয়েছি। প্রকৃতি আমাদের এই পবিত্র বন্ধনকে সম্মান জানিয়েছে।”

এই ভিডিও ইতিমধ্যেই ১০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে, ৯০ হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন। মন্তব্যের ঘরে উপচে পড়েছে আশীর্বাদ, শুভেচ্ছা ও আবেগঘন প্রতিক্রিয়া। কেউ লিখেছেন, “এই তো প্রকৃত আশীর্বাদ”, কেউ বলছেন, “ভাগ্যবতী কনে, এমন দৃশ্য এক কথায় অলৌকিক।”

সাধারণ একটি মুহূর্ত কীভাবে একটি অমোঘ স্মৃতিতে পরিণত হতে পারে, তারই নিখুঁত নিদর্শন হয়ে থাকল এই ভাইরাল ভিডিয়ো। প্রকৃতির এই আশীর্বাদ যেন নবদম্পতির জীবনে সত্যি সৌভাগ্য বয়ে আনে—এই কামনাই করছেন সকলে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top