নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২৯ ডিসেম্বর, গতকাল রাত্রে বীরভূমের সিউড়ির চাঁদনী পারাই একটি রেশন দোকানের মালিকের বাড়ির সামনে অচৈতন্য অবস্থায় এক যুবককে দেখতে পায় স্থানীয়রা। কাছে যেতেই স্থানীয়রা বুঝতে পারে সেই যুবক বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করছে। তখন তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। যে বাড়িতে আত্মহত্যার চেষ্টা করছিল সেই বাড়ির দরজায় তালা বন্ধ ছিল। স্থানীয়রা সেই মুহূর্তে খবর দেয় সিউড়ি থানায়। সিউড়ি থানার পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে এবং সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক।
যদিও যুবকের নাম,পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর ওই বাড়ির মেয়ের সাথে বিয়ে হয়েছিল ওই যুবকের। বিয়ের পর তাদের সম্পর্ক মেনে নিতে চাইছিল না শ্বশুর বাড়ির লোকজন। সে কারণেই শ্বশুরবাড়ির দরজার সামনে এসে আত্মহত্যার চেষ্টা করছিল ওই যুবক। যদিও ওই রেশন দোকানের বাড়ির মেয়ে বা তার পরিবারের কারোর সাথে যোগাযোগ করা যায়নি।