বিয়ে করতে নারাজ প্রেমিক, অপমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী তরুণী। উত্তর দিনাজপুরের বারাইপুর জুগিবটতলা এলাকার ঘটনা।ঘটনায় শোকের ছায়া এলাকা জুরে
পরিবার সুত্রে জানা গিয়েছে প্রায় দুমাস আগে সোনারপুরের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বারাইপুর জুগিবটতলা এলাকার বাসিন্দা ইন্দ্রানী হালদারের (15)। এই বিষয়ে দুই পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তা হলেও কয়েকদিন আগে হটাতই বিয়ে করতে অস্বীকার করে প্রেমিক। এর পর থেকে মানসিক অবসাদে ভুগছিল ওই তরুণী, এরই জেরে বৃহস্পতিবার রাত্রে নিজের বাড়ির কাছে একটি আম গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তরুণী। খবর পেয়ে পুলিস মৃতদেহ উদ্ধার করে বারাইপুর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। ওই তরুনী তার মৃত্যুর আগে সুইসাইড নোটে নিজের মৃত্যুর কারন লিখে যায় বলে পুলিস সুত্রে খবর । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সুইসাইড নোটের সুত্র ধরে তদন্তে শুরু করেছে