বিয়ে করতে হলে প্রি ওয়েডিং পরীক্ষায় পাশ করতে হবে, সিদ্ধান্ত সরকারের

বিয়ে করতে হলে প্রি ওয়েডিং পরীক্ষায় পাশ করতে হবে, সিদ্ধান্ত সরকারের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৭ নভেম্বর, চারপাশে চলছে বিয়ের অনুষ্ঠান। আপনি ও আপনার পরিবারের কেউ যদি তা দেখে নিজের বিয়ের কথা ভাবেন, তবে এবার সেটা ততটা সহজ নয়। কারন বিয়ের জন্যও এবার আপনাকে বসতে হবে পরীক্ষায়। পরীক্ষায় পাশ করলে তবেই বিয়ে করার অনুমতি পাবেন।

২০২০ সাল থেকে এবার চালু হবে এই নয়া নিয়ম। বিয়ে করার আগে প্রি ওয়েডিং কোর্সে পাশ করতে হবে। তবেই বসতে পারবেন বিয়ের পিঁড়িতে। এমনই এক সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া সরকার। তবে শুধু কোর্স করলে চলবে না পরীক্ষায় পাশ করতে হবে। একবার না হলে তারপরও বসতে পারবেন পরীক্ষায়। এই প্রি ওয়েডিং কোর্স-এর মেয়াদ তিন মাস। যদিও তিন মাসের এই কোর্স করতে কাউকেই পয়সা খরচ করতে হবে না৷ সমস্ত খরচই বহন করবে সরকার। যতবার খুশি আপনি পরীক্ষা দিতে পারবেন৷ আর বিয়ে করতে হলে পরীক্ষায় পাশ করে শংসাপত্র পেতেই হবে৷

২০২০ সাল থেকেই চালু হয়ে যাবে এই নয়া নির্দেশিকা, এমনটাই জানা গিয়েছে প্রশাসন সূত্রে। সম্প্রতি ইন্দোনেশিয়ার হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স কোঅর্ডিনেটিং মন্ত্রী মুহাদজির এফেন্দি ঘোষণা করেছেন এই নয়া নিয়মের কথা।

 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top