বিয়ে ভাঙল নাকি অনুষা-আদিত্যর? টলিপাড়ার মিষ্টি জুটিকে ঘিরে জল্পনা তুঙ্গে

বিয়ে ভাঙল নাকি অনুষা-আদিত্যর? টলিপাড়ার মিষ্টি জুটিকে ঘিরে জল্পনা তুঙ্গে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – টলিপাড়ার জনপ্রিয় জুটি অনুষা বিশ্বনাথন ও আদিত্য সেনগুপ্তের সম্পর্কে নাকি ভাঙন ধরেছে—এই খবরেই এখন সরগরম ইন্ডাস্ট্রি। দু’জনেই প্রকাশ্যে স্বীকার করেছিলেন তাঁদের সম্পর্কের কথা, এমনকি দুই পরিবারও সম্মতি জানিয়েছিল এই মিলনে। শোনা যাচ্ছিল, আগামী বছরের জানুয়ারিতেই চারহাত এক হওয়ার কথা ছিল অনুষা ও আদিত্যর। কিন্তু সাম্প্রতিক ফিসফাস বলছে, সেই বিয়ে নাকি আপাতত ভেস্তে গিয়েছে।

ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযায়ী, জানুয়ারির বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। অনুষ্ঠানের জন্য নাকি বাড়িও ভাড়া করা হয়ে গিয়েছিল। তবে আচমকাই পাত্রী অনুষা নাকি জানিয়ে দেন, তিনি আর এই বিয়ে করতে চান না। দুই পরিবারের পক্ষ থেকেও বিষয়টি গোপন রাখা হয়েছে। যদিও অনুষা বা আদিত্য—দু’জনের কেউই এ বিষয়ে মুখ খোলেননি।

তবে তাঁদের সোশ্যাল মিডিয়ায় এখনও আগের ছবিগুলি রয়ে গেছে। কোনও পোস্ট মুছে ফেলা হয়নি, যা ভক্তদের মধ্যে আরও বিভ্রান্তি তৈরি করেছে। ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ মহলের মতে, সাম্প্রতিক সময়ে তাঁদের সম্পর্কে কিছুটা দূরত্ব এসেছে। যদিও তাঁরা সেটি প্রকাশ্যে আনতে চাননি।

অনুষা টলিপাড়ার পরিচিত মুখ—পরিচালক অশোক বিশ্বনাথন ও অভিনেত্রী মধুমন্তী মৈত্রের কন্যা। ‘জল থই থই ভালোবাসা’ ধারাবাহিকের মাধ্যমে ঘরে ঘরে জনপ্রিয়তা পেয়েছেন তিনি, সর্বশেষ দেখা গিয়েছে ‘গৃহস্থ’ সিরিজে। অন্যদিকে, ‘প্রজাপতি বিস্কুট’-এর পর থেকে অভিনয় জগতে খুব একটা দেখা না গেলেও, চিত্রনাট্য লেখার কাজে ব্যস্ত রয়েছেন আদিত্য সেনগুপ্ত।

২০২৪ সালের অক্টোবর মাসে প্রেমিক আদিত্যর জন্মদিনে অনুষা প্রকাশ্যে বলেছিলেন ভালোবাসার কথা—“শুভ জন্মদিন হ্যান্ডসাম, আই লাভ ইউ।” সেই বছরই আগস্টে তাঁরা প্রাগে গিয়েছিলেন ছুটি কাটাতে, এমনকি টেলর সুইফটের কনসার্টেও একসঙ্গে ধরা দিয়েছিলেন। পুজোর সময়ও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। কিন্তু সেই হাসিমুখের জায়গায় এখন নিস্তব্ধতা। টলিপাড়ায় তাই প্রশ্ন একটাই—বিয়ে ভেঙে গেল নাকি অনুষা-আদিত্যর সম্পর্ক?


RECOMMENDED FOR YOU.....

Scroll to Top