বিনোদন – দিন কয়েক ধরেই টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা ও অভিনেতা নীল ভট্টাচার্যের বিবাহবিচ্ছেদের জল্পনায় সরগরম নেটপাড়া থেকে স্টুডিওপাড়া। এর আগেও তাঁদের দাম্পত্য নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও রবিবার রাতে এক অ্যাওয়ার্ড শোতে একসঙ্গে উপস্থিত হয়ে সকলকে চমকে দিলেন তারকাদম্পতি। আর সেই মুহূর্তের ছবি শেয়ার করেই গুজবে কার্যত জল ঢেলে দিল ‘তটিনী’ ধারাবাহিকের খুদে অভিনেত্রী আয়ুশ্রী।
আয়ুশ্রীর শেয়ার করা ছবিতে দেখা যায়, পুরস্কার হাতে নীল ও তৃণার সঙ্গে ক্যামেরায় পোজ দিচ্ছে সে। তবে ছবির থেকেও বেশি নজর কেড়েছে তার ক্যাপশন। সেখানে সে লিখেছে, “অনেক নেতিবাচক পোস্ট দেখার পর এটা আমার পোস্ট। আমার রিয়েল মাম্মি, ওঁর রিয়েল হাজবেন্ডের সঙ্গে। দয়া করে বাজে খবর ছড়াবেন না। যদি পারেন ইতিবাচক কথা বলুন। গুড ভাইরাল নিউজ নিয়ে কাজ করুন। টিআরপি বাড়ানোর গুজবে কান দেবেন না।” এই পোস্টে নীল ও তৃণাকে ট্যাগও করেছে আয়ুশ্রী। পর্দার মেয়ের কথায় সায় দিয়ে তৃণাও সেই পোস্টে লাইক করেছেন।
উল্লেখ্য, দিন কয়েক আগেই অনুরাগীদের নজরে আসে যে নীল ও তৃণা নাকি একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। মঙ্গলবার সকাল থেকেই সেই বিষয় ঘিরে নতুন করে দানা বাঁধে বিচ্ছেদের জল্পনা। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা মতামত, অনেকেই দাবি করেন যে এইবার নাকি তাঁদের সম্পর্ক সত্যিই ভাঙতে চলেছে।
যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। এক বাংলা সংবাদমাধ্যমকে নীল জানিয়েছেন, তিনি এই নিয়ে কোনও মন্তব্য করতে চান না এবং ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে চান। তৃণার তরফ থেকেও এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। ফলে এই জল্পনা আদৌ সত্যি, না কি শুধুই গুজব— তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তবে একসঙ্গে অ্যাওয়ার্ড শোতে উপস্থিতি এবং আয়ুশ্রীর পোস্ট নতুন করে ভাবতে বাধ্য করছে অনুরাগীদের।




















