বিরল প্রজাতির সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কাকদ্বীপ ব্লকে

বিরল প্রজাতির সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কাকদ্বীপ ব্লকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ২৪পরগণা, ৭ নভেম্বর, বিশাল আকৃতি বিরল প্রজাতির সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কাকদ্বীপ ব্লকের গঙ্গাধরপুর স্কুল মোড় এলাকায়। শনিবার সকালে কমল বাগের বাড়ি লাগোয়াই খালে মাছধরার জায়গা “বাঁকি”তে উদ্ধার হয় সেই সাপ।এক প্রতিবেশি মহিলা সেটিকে উদ্ধার করে। পরে চিৎকার চেঁচামেচিতে অন্যান্য প্রতিবেশিরা ছুটে আসে। খবর দেওয়া হয় কাকদ্বীপ বনদফতরকে। কোন ভাবে বনদফতর না আসায় জ্বালের মধ্য ধরে রাখে সাপটিকে।
প্রতিবেশিদের প্রাথমিক অনুমান কেউটে সাপ যার দৈর্ঘ্য পাঁচফুট। সচারআচার সুন্দরবন জঙ্গলে এদের বাস। কোনক্রমে মাছ ধরার বাঁকিতে ধরা পরে। অক্ষত অবস্থায় রয়েছে সাপটি। সেইসময় বনকর্মি না আসায় ধন্দে পরেছেন গ্রামবাসিরা। উদাসিন প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকে। গ্রামবাসিদের দাবি অবিলম্বে সাপটিকে বনকর্মিদের সহযোগে জঙ্গলে ছাড়া হক। যদি না হয় নিজেরাই উদ্দ্যোগ নেবেন এমনটাই জানালেন এলাকাবাসী।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top