বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে অনুষ্ঠান মঞ্চ থেকে শোনানো হল মুখ্যমন্ত্রীর বার্ত। অনুষ্ঠান মঞ্চ থেকে তুলে দেওয়া হল ধামসা মাদোল। বিরসা মুন্ডার জন্ম জয়ন্তীতে জেলা স্তরের অনুষ্ঠান হল পুরুলিয়ার বোরোতে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বোরোর মুরগাডি মাঠে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলে রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দ্বায়িত্ব প্রাপ্ত মন্ত্রী সন্ধ্যারানী টুডু, জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়, জেলা শাসক রজত নন্দা, জেলা পুলিশ সুপার এসসেলভা মুরুগন, জেলা পরিষদের সহকারী সভাধিপতি প্রতিমা সরেন, বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সোরেন সহ অন্যান্যরা।
বেলপাহাড়ী থেকে মুখ্যমন্ত্রীর জনসভা সময় থেকে এক যোগে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্যও শোনানো হয়। পরে অনুষ্ঠান মঞ্চ থেকে বিভিন্ন ব্লকের আদিবাসী নৃত্যদলের হাতে ১৫টি ধামসা, মাদোল তুলে দেওয়া হয়। ধামসা মাদোল মানুষজনের হাতে তুলে দেন প্রশাসনিক প্রধানরা। সেই সঙ্গে বাশিও, কাসরও তুলে দেওয়া হয়। পাশাপাশি আদিবাসী নৃত্যেরও আয়োজন করা হয়েছিল।
বিভিন্ন আদিবাসী নৃত্য দল সেখানে অংশ গ্রহন করেছিলনে। অনুষ্ঠানের শেষে লোকশিল্পীদের সাথে পা মেলান মন্ত্রী সন্ধ্যারানী টুডু ও জেলা পরিষদের সভাধিপতি প্রতিমা সরোন সহ অন্যারা। সেই সঙ্গে নাটূয়া শিল্পীদেরও নাচ অনুষ্টিত হয়। পাশাপাশি ছৌ নাচের আয়োজন করা হয়ছিল। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে কাস্ট সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে বলে প্রশাসন সুত্রে জানাগিয়েছে। এদিন উপছে পড়া মানুষের ঢল নামে অনুষ্ঠান মাঠে।
আরও পড়ুন – ফুটবল বিশ্বকাপের বিভিন্ন আশ্চর্য জনক ঘটনা
উল্লেখ্য, বিরসা মুন্ডার জন্ম জয়ন্তীতে জেলা স্তরের অনুষ্ঠান হল পুরুলিয়ার বোরোতে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বোরোর মুরগাডি মাঠে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলে রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দ্বায়িত্ব প্রাপ্ত মন্ত্রী সন্ধ্যারানী টুডু, জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়, জেলা শাসক রজত নন্দা, জেলা পুলিশ সুপার এসসেলভা মুরুগন, জেলা পরিষদের সহকারী সভাধিপতি প্রতিমা সরেন, বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সোরেন সহ অন্যান্যরা। বেলপাহাড়ী থেকে মুখ্যমন্ত্রীর জনসভা সময় থেকে এক যোগে অনুষ্ঠান শুরু হয়।