ব্যারাকপুরের বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনায় পুলিশের জালে দমদম জেলে বন্দী এক আসামী। গত ১৬ মে ব্যারাকপুরের ওয়ারলেস মোড়ে বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনায় পুলিশের জালে দমদম জেলে বন্দী এক আসামী। ধৃতের নাম সুজিত রায়। সুত্র মারফত জানা গিয়েছে, দমদম জেলে বসেই সুজিত তোলা চেয়ে হুমকি ম্যাসেজ দিয়েছিল ওই বিরিয়ানি দোকানের মালিককে। কিন্তু ওই দোকানের মালিক বাপি দাস তোলা দিতে অস্বীকার করায়,সুজিত দমদম জেলে বসেই হামলা চালানোর সুপারি দিয়েছিল।
আর ও পড়ুন একাধিক ইস্যু নিয়ে এবার মুখ খুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী
আর তার জেরেই বিরিয়ানির দোকানে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা ঘটে। তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দাদের হাতে। পুলিশ সুত্রে জানা গেছে,দমদম জেলে বন্দি আসামী সুজিত রায়কে সোমবার সকালে গ্রেফতার করেছে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দারা। ব্যারাকপুর আদালতের রায়ে সাত দিনের পুলিশি হেপাজতে নিয়ে ধৃতকে জিঞ্জাসাবাদ করছে তদন্তকারীরা। শুধু সুজিতই নয়,এই গুলি কান্ডের ঘটনায় সোমবার কাঁকিনাড়া থেকে পুলিশ রাহুল বার্মাকেও গ্রেফতার করেছে।
এই নিয়ে বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন। পুলিশ সুত্রে আরও একটি চাঞ্চল্যকর তথ্য ধৃত সুজিতই টিটাগড়ে বিজেপির যুব নেতা মনিশ শুক্লা খুনের অন্যতম সার্ফ শুটার। প্রসঙ্গত গত ১৬ মে ভর দুপুরে ব্যারাকপুর-বারাসাত রোডের ধারে ওয়ারলেস মোড়ের কাছে বিরিয়ানির দোকান লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে চম্পট দিয়েছিল বাইকে চেপে আসা তিন দুষ্কৃতী। সেই ঘটনায় ওই দোকানের এক কর্মচারী ও এক গ্রাহক গুলিবিদ্ধ হন। এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে দমদম জেলে বসেই বিরিয়ানির দোকানে তোলা চেয়ে না পেয়ে হামলার ছক কসেছিল সুজিত।