টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর চ্যাটার্জির বিরুদ্ধে এবার আনা হল হিন্দু ধর্মের অবমাননার অভিযোগ!
মঙ্গলবার ইনস্টাগ্রামে অনেকগুলো ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী। সাম্প্রতিককালে যেখানে ঘুরতে গিয়েছিলেন সেখানেই তোলা সেসব ছবি। পরনে কালো রঙের টি শার্ট, শর্টস। চোখে রোদচশমা। পায়ে চপ্পল। দুটি সাধারণ ছবির পর তৃতীয় ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
ওই তিন নম্বর ছবিতে একটি গণেশ মূর্তির উপর বসে থাকতে দেখা যায় শ্রাবন্তীকে। সেসময় তাঁর পায়ে ছিল সেই চটি। ছবির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘ঈশ্বরের সৃষ্টিকে দু’হাত বাড়িয়ে স্বাগত জানান।’ কিন্তু ইশ্বরের প্রতি অতি ভক্তিই শেষ পর্যন্ত বিপদে ফেলে দিয়েছে অভিনেত্রীকে।
আর ও পড়ুন পূর্ণিমার ভরা কোটালে ঘুম ছুটেছে উপকুলবর্তী বাসিন্দাদের
ছবি পোস্টের পরেই তীব্র কটাক্ষের সম্মুখীন হয়েছেন শ্রাবন্তী। প্রায় অধিকাংশই প্রতিবাদ জানিয়েছেন, কেন জুতো পরে গণেশের মূর্তির উপর বসেছেন তিনি! কেউ কেউ লিখেছেন, ‘লজ্জা বোধ সব কিছু কি হারিয়ে গেছে? জুতো পরে গণেশ ওপর বসে পড়েছো, নিজেকে হিন্দু বলে পরিচয় দিও না। বেহায়া মহিলা!’
আবার কেউ লিখেছেন, ‘শেষ পর্যায়ে ধর্মের অপমান করলেন!’ স্বভাবতই কোনও ট্রোল, কটাক্ষের জবাব দেননি শ্রাবন্তী।
উল্লেখ্য, অভিনেত্রী শ্রাবন্তীর চ্যাটার্জির বিরুদ্ধে এবার আনা হল হিন্দু ধর্মের অবমাননার অভিযোগ!
মঙ্গলবার ইনস্টাগ্রামে অনেকগুলো ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী। সাম্প্রতিককালে যেখানে ঘুরতে গিয়েছিলেন সেখানেই তোলা সেসব ছবি। পরনে কালো রঙের টি শার্ট, শর্টস। চোখে রোদচশমা। পায়ে চপ্পল। দুটি সাধারণ ছবির পর তৃতীয় ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক।