বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার পর এবার বিজ্ঞাপনী জগতে আলোচনার কেন্দ্রে জুটি বেঁধেছেন জসপ্রীত বুমরাহ ও সঞ্জনা গণেশন। ভ্রমণ সরঞ্জাম ব্র্যান্ড আপারকেস-এর বিজ্ঞাপণে বুমরাহর সঙ্গী হয়েছেন স্ত্রী সঞ্জনা। উল্লেখযোগ্যভাবে, এই সংস্থায় বিনিয়োগও করেছেন ভারতীয় পেসার।
আগে থেকেই বিরুষ্কা একাধিক স্টিল ও ক্রীড়া সামগ্রী সংস্থার বিজ্ঞাপণে যুগলবন্দী হিসেবে জনপ্রিয়। এবার সেই পথেই হেঁটে বুমরাহ-সঞ্জনাও একসঙ্গে ক্যামেরার সামনে। ফলে সংসার ও বিজ্ঞাপণ – দুই ক্ষেত্রেই তৈরি হলো নতুন তারকা জুটি।
ব্যক্তিগত জীবনেও তারা সুখী দম্পতি। ২০২১ সালের মার্চে বিয়ে, ২০২৩-এর সেপ্টেম্বরে ছেলে অঙ্গদের জন্ম। মা হওয়ার পর কিছুদিন বিরতি নিলেও ২০২৪-এ মহিলাদের আইপিএল দিয়ে সঞ্চালক হিসেবে কাজে ফিরেছেন সঞ্জনা। এখন স্বামীর সঙ্গে বিজ্ঞাপনী দুনিয়ায়ও জমিয়ে কাজ করছেন তিনি।
