বিরোধীদের প্রচারে বাধা, প্রশাসনের দ্বারস্থ বিজেপি নেতৃত্ব

বিরোধীদের প্রচারে বাধা, প্রশাসনের দ্বারস্থ বিজেপি নেতৃত্ব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বিরোধীদের

বিরোধীদের প্রচারে বাধা, প্রশাসনের দ্বারস্থ  বিজেপি নেতৃত্ব। পুর নির্বাচনের দিনক্ষন এগিয়ে আসতেই নির্বাচন নিয়ে উত্তাপ ক্রমশই উর্দ্ধমুখি।বিভিন্ন ওয়ার্ডের প্রার্থিদের নানান অভিযোগ জমা পড়েছে প্রশাসনের কাছে।বিষেশ করে বিরোধীদের প্রচারে বাধা আনার অভিযোগ উঠছে রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেসের দিকে।

 

মুলত হারের ভয়েই এমন কাজ তৃনমুল বলেই দাবি বিরোধীদল গুলির।সোমবার তৃনমুলের বিরুদ্ধে এমনই অভিযোগ শিলিগুড়ি থানায় মৌখিক আকারে জানালো বিজেপি।এদিন শিলিগুড়ি বিজেপি বিধায়ক শংকর ঘোষ,ফাসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মুর উপস্থিতিতে ১১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থি নান্টু পাল প্রশাসনের কাছে অভিযোগ জানান।মুলত তার ওয়ার্ডে চক্রান্ত করে প্রচারে বাধার সৃষ্টি করছে রাজ্যের শাসক দল।

 

বিভিন্ন সভা প্রপশাসনকে দিয়ে বাতিল করার চেষ্টা করছে বলে অভিযোগ।বিধায়ক শংকর ঘোষ জানান,,ভোটের আগে আতংকের পরিবেশ তৈরি করে ভোটে জিততে চাইছে তৃনমুল কংগ্রেস।সেই কারনে যাতে শিলিগুড়ির শান্তিপুর্ন ঐতির্য্য যাতে বজায় রেখে অবাধ শান্তুপুর্ন ভোট হয় সেই বিষয়টি তুলে ধরা হল প্রশাসনের কাছে।

 

আর ও পড়ুন      কলকাতা ছাড়ার আগে যা বলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

অন্যদিকে, নির্বাচনের দিনে তার এলাকায় অশান্তি হতে পারে।এমনই আশংকা ১১নম্বর ওয়ার্ডের তৃনমুল প্রার্থী নান্টু পালের।তিনিও অবাধ,শান্তিপুর্ন ভোট করার আবেদন জানান প্রশাসনের কাছে। অন্যদিকে, বিরোধীদের আনা অভিযোগ ভিত্তিহীন বলে জানান তৃনমুল।

 

উল্লেখ্য, বিরোধীদের প্রচারে বাধা, প্রশাসনের দ্বারস্থ  বিজেপি নেতৃত্ব। পুর নির্বাচনের দিনক্ষন এগিয়ে আসতেই নির্বাচন নিয়ে উত্তাপ ক্রমশই উর্দ্ধমুখি।বিভিন্ন ওয়ার্ডের প্রার্থিদের নানান অভিযোগ জমা পড়েছে  প্রশাসনের কাছে।বিষেশ করে বিরোধীদের প্রচারে বাধা আনার অভিযোগ উঠছে রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেসের দিকে। মুলত হারের ভয়েই এমন কাজ তৃনমুল বলেই দাবি বিরোধীদল গুলির।সোমবার তৃনমুলের বিরুদ্ধে এমনই অভিযোগ শিলিগুড়ি থানায় মৌখিক আকারে জানালো বিজেপি।এদিন শিলিগুড়ি বিজেপি বিধায়ক শংকর ঘোষ,ফাসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মুর উপস্থিতিতে ১১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থি নান্টু পাল প্রশাসনের কাছে অভিযোগ জানান।মুলত তার ওয়ার্ডে চক্রান্ত করে প্রচারে বাধার সৃষ্টি করছে রাজ্যের শাসক দল।

 

বিভিন্ন সভা প্রপশাসনকে দিয়ে বাতিল করার চেষ্টা করছে বলে অভিযোগ।বিধায়ক শংকর ঘোষ জানান,,ভোটের আগে আতংকের পরিবেশ তৈরি করে ভোটে জিততে চাইছে তৃনমুল কংগ্রেস।সেই কারনে যাতে শিলিগুড়ির শান্তিপুর্ন ঐতির্য্য যাতে বজায় রেখে অবাধ শান্তুপুর্ন ভোট হয় সেই বিষয়টি তুলে ধরা হল প্রশাসনের কাছে। অন্যদিকে, নির্বাচনের দিনে তার এলাকায় অশান্তি হতে পারে।এমনই আশংকা ১১নম্বর ওয়ার্ডের তৃনমুল প্রার্থী নান্টু পালের।তিনিও অবাধ,শান্তিপুর্ন ভোট করার আবেদন জানান প্রশাসনের কাছে। অন্যদিকে, বিরোধীদের আনা অভিযোগ ভিত্তিহীন বলে জানান তৃনমুল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top