বিজয়া সম্মিলনী থেকে বিরোধীদের একহাত নিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের বার্তা দিলেন রাজীব

বিজয়া সম্মিলনী থেকে বিরোধীদের একহাত নিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের বার্তা দিলেন রাজীব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিজয়া সম্মিলনী থেকে বিরোধীদের একহাত নিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের বার্তা দিলেন রাজীব। রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। শনিবার রাজগঞ্জের বেলাকোবা হাইস্কুলে বিজয়া সম্মিলনীর আয়োজন করে ব্লক তৃণমূল কংগ্রেস। এদিনের বিজয়া সম্মিলনীতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জি, আদিবাসী ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বুলুচিক বড়াইক, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজ্য তৃণমূল সহ সভাপতি জয় প্রকাশ মজুমদার, জলপাইগুড়ি জেলা তৃণমুল কংগ্রেস সভাপতি মহুয়া গোপ, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, সহকারি সভাধিপতি দুলাল দেবনাথ সহ প্রমুখ।

 

এদিনে বিজয়া সম্মিলনী থেকে রাজীব ব্যানার্জি তার বক্তব্যের মধ্যে দিয়ে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। অন্যদিকে আরেকটি ফ্যাসিবাদী সরকার দাঙ্গা, উস্কানিমূলক কাজ কর্ম প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে, রাজ্য ভাগ করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। রাজ্যে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিরা এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে খুশি হয়ে তারা বলেছেন, আপনি মানুষের জন্য কাজ করুন আমরা যা টাকা লাগে দেব বলে মন্তব্য করেন রাজীব বাবু। পাশাপাশি তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন রয়েছেন দলে ততদিন দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেওয়া হবে না।

আরও পড়ুন – থিম ও সাবেকিয়ানার মেল বন্ধনে নজর কাড়বে ডুয়ার্সের নেতাজী সংঘ

কিছু ক্ষেত্রে হয়তো এমন ঘটনা ঘটেছে, কিন্তু দুর্নীতি গ্রস্তদের দল কখনোই ক্লিনচিট দেবেনা বলে দাবি করেন রাজীব বাবু। এদিনের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে আসন্ন পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে জলপাইগুড়িতে তৃণমূল যাতে নিরঙ্কুশভাবে জয়ী হয় তার জন্য কর্মীদের বার্তা দেন রাজীব বাবু। এদিন বিধায়ক খগেস্বর রায় বলেন, সকলের উপস্থিতিতে আজ বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হল। বড় করে অনুষ্ঠান করার কথা থাকলেও তা করা হয়নি, যেহেতু দশমীর দিন মালবাজারে একটি দুঃখজনক ঘটনা ঘটে গেছে যেখানে হড়পা বানে ৮ জন মানুষ নিহত হয়েছেন। বিরোধীদের একহাত

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top