নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ:- আবারো দলবদলের ছবি মুর্শিদাবাদে। সূত্রের খবর মুর্শিদাবাদ বেলডাঙ্গা মির্জাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিধানসভার অন্তর্গত ওই অঞ্চলে ১৯ টা বুথ থেকে, কংগ্রেস বিজেপি সিপিআইএম থেকে দলে দলে তৃণমূলে যোগদান। এই বিষয়ে বেলডাঙার কোঅর্ডিনেটর বনোতোষ ঘোষ বিজেপিকে কটাক্ষ করে বললেন তাদেরকে তো দেখাই যায় না। এর পাশাপাশি বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী কে কটাক্ষ করে বললেন অধীর চৌধুরী কে শুধু ভোটের সময় নানা জায়গায় দেখা যায় । এই করনার মতো প্যানডেমিকের সময়, মানুষের পাশে অধীর চৌধুরী কে দেখা যায়নি তিনি দিল্লিতে বসে আছেন, এমন বিস্ফোরক মন্তব্যও করলেন বেলডাঙার কোঅর্ডিনেটর বনোতোষ ঘোষ মহাশয় ।
বিরোধীদের কটাক্ষ করলেন বেলডাঙার কোঅর্ডিনেটর বনোতোষ ঘোষ
বিরোধীদের কটাক্ষ করলেন বেলডাঙার কোঅর্ডিনেটর বনোতোষ ঘোষ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram