করোনার বৈঠকে পেট্রোল-ডিজেলের ওপর কর কমানো নিয়ে বিরোধীদের ওপর চড়াও হলেন মোদি। বুধবার বৈঠক ডাকা হয়েছিল করোনার চতুর্থ ঢেউ আটকানো নিয়ে৷ করোনার চতুর্থ ঢেউ কীভাবে আটকানো যায়, তা নিয়ে আলোচনা করতে এ দিন সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ কিন্তু সেই বৈঠকেই পেট্রোল- ডিজেলের দাম নিয়ে কার্যত বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের ওপর চড়াও হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পেট্রোল-ডিজেলের উপরে কর না কমানোর জন্য মহারাষ্ট্র, কেরলের মতো বিরোধী শাসিত রাজ্যগুলির সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গেরও নাম।
বৈঠকে অবিলম্বে পেট্রোল- ডিজেলের উপর থেকে কর কমানোর জন্য রাজ্যগুলিকে অনুরোধও করেছেন নরেন্দ্র মোদি৷ এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী করোনার চতুর্থ ঢেউ আটকাতে কেন্দ্র-রাজ্যের সমন্বয়ের উপরে জোর দেন। এরপরই তিনি প্রসঙ্গ তোলেন পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির। মোদির অভিযোগ, বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে দেখে গত নভেম্বর মাসেই পেট্রোল- ডিজেলের উপরে রাজস্ব শুল্ক কমিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ রাজ্যগুলিকেও নিজেদের প্রাপ্য কর কমানোর অনুরোধ করেছিল তারা৷ মোদির অভিযোগ, কিছু রাজ্য কেন্দ্রের অনুরোধে সাড়া দিলেও অনেক রাজ্য সেই পথে হাঁটেনি৷ ফলে সেই রাজ্যগুলির মানুষকে বেশি দামে পেট্রোল- ডিজেল কিনতে হচ্ছে৷ প্রধানমন্ত্রীর অভিযোগ, কর না কমিয়ে আসলে নিজেদের রাজ্যের বাসিন্দাদের সঙ্গে অন্যায় করছে এই রাজ্যগুলি৷
আরও পড়ুন – ‘কোনও চক্রান্ত নেই,’ হাইকোর্টে মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট নিয়ে রিপোর্ট দিল কেন্দ্র
উদাহরণস্বরূপ প্রধানমন্ত্রী বলেন, ”আমি কারও সমালোচনা করছি না৷ কিন্তু কর্ণাটক, গুজরাত যদি পেট্রোল- ডিজেলের করে ছাড় না দিত, তাহলে হয়তো তারা এই ছ’ মাসে আরও সাড়ে পাঁচ হাজার কোটি থেকে সাড়ে তিন- চার হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করতে পারত৷ কিন্তু তারা এই ক্ষতি স্বীকার করেছে৷ তার সুবিধা পেয়েছে সেই সমস্ত রাজ্যের মানুষ৷ কিন্তু পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কেরল, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, তেলেঙ্গানার মতো রাজ্য কর কমায়নি৷”
প্রধানমন্ত্রী আরও অভিযোগ করে বলেন, “মুম্বাইতে পেট্রোল বিক্রি হচ্ছে ১২০ টাকায়, অথচ মুম্বাইয়ের কাছেই দামান-দিউতে সেই পেট্রোল বিক্রি হচ্ছে ১০২ টাকায়৷ কলকাতায় পেট্রোলের দাম ১১৫ টাকার বেশি, লখনউ-গৌহাটিতে তা বিক্রি হচ্ছে ১০৫ টাকায়৷ উত্তরাখণ্ডের মতো ছোট রাজ্যের দেহরাদুনেও পেট্রোল ১০৩ টাকায় বিক্রি হচ্ছে৷ তাই আপনারা যারা এখনও কর কমাননি, তাঁদের কাছে অনুরোধ, এই ছ’ মাসে আপনারা অতিরিক্ত রাজস্ব আদায় করেছেন৷ এবার অন্তত দেশের স্বার্থে কর কমিয়ে সাধারণ মানুষকে তার সুবিধে দিন।” বিরোধীদের