উত্তর ২৪ পরগণার হাবড়া পুরসভা বিরোধীশূণ্য করলো তৃণমূল। উত্তর ২৪ পরগনা জেলার ২৫ টি পুরসভার সবকটি পুরসভাতেই বিরোধীদের হোয়াইট ওয়াশ করে দিলো তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই হাবড়া পুরসভার ২৪ টি ওয়ার্ডেই একচেটিয়াভাবে তৃণমূল জয়ী হয়ে বিরোধীশূণ্য করে ফেলেছে। উল্লেখ্য, এই হাবড়া রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিধানসভার অন্তর্গত।
জেলার হাবড়া ছাড়াও একাধিক পুরসভা এককভাবে তৃণমূল জয়ী হতে চলেছে। জেলার ব্যারাকপুর পুরসভার ২৪ টি ওয়ার্ডের ২৪ টিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বসিরহাটের ২৩ টি ওয়ার্ডের মধ্যে ২০ টিতে জয়ী তৃণমূল। ভাটিপাড়া পুরসভার ৩৫ টি ওয়ার্ডের মধ্যে ৩৪ টিতেই জয় পেয়ে গিয়েছে তৃণমূল। খড়দহ পুরসভার ২২ টি ওয়ার্ডের মধ্যে ২১ টি পেয়েছে তৃণমূল কংগ্রেস।
১ টি পেয়েছে নির্দল প্রার্থী। জেলার সীমান্ত শহর বনগাঁ পুরসভার ২২ টি ওয়ার্ডের মধ্যে ১৮ টি ওয়ার্ডেই এককভাবে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। গোবরডাঙ্গা পুরসভার ১৭ টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল দখল করেছে ১৫ টি ওয়ার্ড। এই পুরসভায় বামফ্রন্ট ১ টি এবং অন্যান্যরা পেয়েছেন ১ টি আসন। জেলার কামারহাটি পুরসভার ৩৫ টি ওয়ার্ডের মধ্যে ইতিমধ্যেই ৩৪ টি ওয়ার্ড দখলে নিয়েছে তৃণমূল কংগ্রেস।
আর ও পড়ুন প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করে কুলতলি থানায় আত্মসমর্পণ প্রেমিকের
মধ্যমগ্রাম পুরসভার ২৮ টি ওয়ার্ডের মধ্যে ২৪ টি ওয়ার্ডে ইতিমধ্যেই জয় পেয়ে গিয়েছে তৃণমূল প্রার্থীরা। ২ টি পেয়েছে বামফ্রন্ট। বাকি ওয়ার্ড গুলিতেও এগিয়ে রয়েছে তৃণমূল। জেলা সদর বারাসতে ৩৫ টি ওয়ার্ডের মধ্যে ৩০ টি ওয়ার্ড দখলে নিয়ে ফেলেছে তৃণমূল। ২ টি বামফ্রন্ট পেয়েছে, নির্দল পেয়েছে ২ টি আসন।
অশোকনগর কল্যাণগড় পুরসভার ২৩ টি ওয়ার্ডের মধ্যে ২০ টি দখলে নিয়েছে তৃণমূল। বামফ্রন্ট ২ টি ও ১ টি ওয়ার্ড পেয়েছে কংগ্রেস। এছাড়া জেলার অন্যান্য পুরসভাগুলিতে গণনা যতো এগোচ্ছে ততোই তৃণমূলের জয় জয়াকারের ছবি সামনে আসতে শুরু করেছে। জেলাজুড়ে ইতিমধ্যেই তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা সবুজ আবিরে আনন্দে মেতে উঠেছেন।