দিল্লি – বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া ব্লকের প্রায় ৩০০ সাংসদ আজ, সোমবার সকাল সাড়ে ১১টায় সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের (ইসি) দফতরের দিকে পদযাত্রা করবেন। এই পদযাত্রার নেতৃত্ব দেবেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
বিরোধীরা অভিযোগ করছে, বিজেপির সুবিধার জন্য নির্বাচন কমিশন ভোটার তালিকা নিয়ে কারচুপি ও জালিয়াতি করছে, যার ফলে ‘ভোট চুরি’ হচ্ছে। এই পদযাত্রার পেছনে প্রধান কারণ হল বিহারে চলমান বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের আপত্তি।
কংগ্রেস দাবি করেছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্যান্য নির্বাচনে বিজেপি এই ধরনের ভোট কারচুপির মাধ্যমে জয়ী হয়েছে।
তবে দিল্লি পুলিশ জানিয়েছে, রবিবার পর্যন্ত ইন্ডিয়া জোটের পক্ষ থেকে পদযাত্রার জন্য তারা কোনও অনুমতির আবেদন পাননি। সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের সদর দফতর ‘নির্বাচন সদন’ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পথ।
রাহুল গান্ধী এক্স-এ (টুইটার) লিখেছেন, ‘ভোট চুরি হল ‘এক ব্যক্তি, এক ভোট’-এর মূল নীতির বিরুদ্ধে। সুষ্ঠু ভোটের জন্য নির্ভুল ভোটার তালিকা জরুরি। ইসি যেন স্বচ্ছতা বজায় রেখে ডিজিটাল ভোটার তালিকা প্রকাশ করে।’ কংগ্রেস ইতিমধ্যেই ‘ভোট চুরি’ বিরোধী প্রচার শুরু করেছে এবং সাধারণ মানুষকে এতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে।
অন্যদিকে কর্নাটকের মুখ্য নির্বাচন আধিকারিক রাহুল গান্ধীকে চিঠি পাঠিয়ে গত লোকসভা ভোটের সময় এক ভোটারের দ্বিগুণ ভোট দেওয়ার অভিযোগের প্রমাণ দাখিলের দাবি করেছেন।
রাজনৈতিক মহলে আজকের পদযাত্রা ঘিরে উত্তেজনা তুঙ্গে উঠেছে। বিরোধীরা বলছে, ‘এই লড়াই গণতন্ত্র রক্ষার লড়াই।’
