নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৬ ফেব্রুয়ারি, বিশালাকার একটি মৃত ডলফিন উদ্ধারকে কেন্দ্র করে শনিবার সকালে চাঞ্চল্য ছড়াল খড়দহের রাসখোলা ঘাটে। এদিন স্থানীয় বাসিন্দারা ঘাটের পাশে কচুরিপানার স্তুপের ভেতর একটি বৃহৎ আকারের মৃত ডলফিনকে ভাসতে দেখে স্থানীয় কাউন্সিলর শ্যামল দেকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শ্যামলবাবু ও পাশের ওয়ার্ডের কাউন্সিলর তাপস দাশগুপ্ত।
স্থানীয় কাউন্সিলর শ্যামল দে জানান, এর আগে অনেকবারই মৃত ডলফিন গঙ্গায় ভেসে আসতে দেখেছি। কিন্তু এত বৃহৎ মাপের ডলফিন আগে দেখিনি। ঘাটটির অবস্থা বিপজ্জনক হওয়ায় মৃত ডলফিনকে ডাঙায় তোলা সম্ভব নয়। অন্য কোনও ঘাটে গিয়ে আটকালে জেসিবি দিয়ে তোলা হবে। তবে কি কারনে ডলফিনটির মৃত্যু হয়েছে, তা বলা মুশকিল।