কৃষক ও ফার্মাস ক্লাবদের নিয়ে বিশেষ কর্মশালা ফালাকাটায়

কৃষক ও ফার্মাস ক্লাবদের নিয়ে বিশেষ কর্মশালা ফালাকাটায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কৃষক ও ফার্মাস ক্লাবদের নিয়ে বিশেষ কর্মশালা ফালাকাটায়। কৃষক ও ফার্মাস ক্লাবরা কিভাবে উন্নত মানের ফসল উৎপাদন ও বাজারজাত করবেন তা নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হল।শনিবার ফালাকাটা শহরের একটি বেসরকারি হোটেলে এই কর্মশালার আয়োজন করে  কেন্দ্রীয় সরকারের এগ্রিকালচার এন্ড প্রসেসড ফুড প্রডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি(অ্যাপেডা)।কৃষক ও ফার্মাস ক্লাবদের নিয়ে কর্মশালায় কেন্দ্রীয় সরকারের স্পাইস বোর্ড,নাবার্ড,রাজ্য সরকারের কৃষি দপ্তর, কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং কৃষি বিশেষজ্ঞরা সহযোগীতা করেন।মূলত,এদিন কর্মশালায় কৃষকদের বোঝানো হয় কি করে তাদের উৎপাদিত ফসল উন্নত প্রজাতির তৈরি করা সম্ভব।

 

এছাড়াও ফসলের গুনগত মান কি করে বজায় থাকবে সে বিষয়েও হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।উৎপাদিত ফসল বাজারজাত করতে গেলে কাদের সাহায্য নেওয়া দরকার,সরকারের কোনো দপ্তর কি ধরনের সহযোগীতা করে সে বিষয়েও বিস্তারিত জানানো হয়। এদিন কৃষকদের এই কর্মশালায় উপস্থিত ছিলেন অ্যাপেডার রিজিওনাল ইনচার্জ সন্দীপ সাহা,নার্বাডের ডিডিএম লক্ষনচন্দ্র সরকার,ব্লক কৃষি আধিকারিক ডাঃ সুদেষ্ণা দাস সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

 

কর্মশালায় থাকা কৃষক নেতা প্রলয় সরকার বলেন,কেন্দ্র ও রাজ্য সরকারের কৃষি,এগ্রো মার্কেটিং,হর্টিকালচার দপ্তরের অভিজ্ঞরা এদিন কৃষক ও ফার্মাস ক্লাবদের ট্রেনিং দেয়।কি করে আমরা ফসসের গুনগত মান বাড়িয়ে বাজারজাত করতে পারি সে বিষয়ে সুপরামর্শ দেন।এদিন ৭০ জন কৃষক ও বেশ কয়েকটি ফার্মাস ক্লাবের কর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন

আরও পড়ুন – বোনের প্রেমিক সন্দেহ? খুনের চেষ্টা যুবককে গ্রেপ্তার সেনা কর্মী

উল্লেখ্য,  কৃষক ও ফার্মাস ক্লাবদের নিয়ে বিশেষ কর্মশালা ফালাকাটায়। কৃষক ও ফার্মাস ক্লাবরা কিভাবে উন্নত মানের ফসল উৎপাদন ও বাজারজাত করবেন তা নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হল।শনিবার ফালাকাটা শহরের একটি বেসরকারি হোটেলে এই কর্মশালার আয়োজন করে  কেন্দ্রীয় সরকারের এগ্রিকালচার এন্ড প্রসেসড ফুড প্রডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি(অ্যাপেডা)।কৃষক ও ফার্মাস ক্লাবদের নিয়ে কর্মশালায় কেন্দ্রীয় সরকারের স্পাইস বোর্ড,নাবার্ড,রাজ্য সরকারের কৃষি দপ্তর, কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং কৃষি বিশেষজ্ঞরা সহযোগীতা করেন।মূলত,এদিন কর্মশালায় কৃষকদের বোঝানো হয় কি করে তাদের উৎপাদিত ফসল উন্নত প্রজাতির তৈরি করা সম্ভব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top