বিশেষ মানুষকে জন্মদিনে শুভেচ্ছা, প্রেমের সম্পর্কে সিলমোহর দিলেন ডায়মন্ড দিদি ডোনা ভৌমিক

বিশেষ মানুষকে জন্মদিনে শুভেচ্ছা, প্রেমের সম্পর্কে সিলমোহর দিলেন ডায়মন্ড দিদি ডোনা ভৌমিক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – বাংলা টেলিভিশনের পরিচিত মুখ ডোনা ভৌমিক আবারও উঠে এলেন খবরের শিরোনামে। ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ ও ‘টুম্পা অটোওয়ালি’-র মতো ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ডোনা বেশ সক্রিয় সোশ্যাল মিডিয়াতেও। এবার সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই নিজের ব্যক্তিগত জীবনের এক গুরুত্বপূর্ণ মানুষকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন অভিনেত্রী।

সম্প্রতি ডোনা তাঁর ইনস্টাগ্রামে তিনটি ছবি শেয়ার করেছেন। ছবিগুলিতে এক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ ও আন্তরিক মুহূর্তে ধরা দিয়েছেন তিনি। সেই পুরুষ আর কেউ নন, ডোনার বিশেষ মানুষ – সায়ন্তন মুখোপাধ্যায়। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “শুভ জন্মদিন সায়ন্তন দা, বেশি কিছুই বলার নেই… শুধু এটুকুই বলব, আমি আছি… আমি থাকব… সারাজীবন।” সঙ্গে ছিল একটি লাল হৃদয়ের ইমোজি। এই পোস্টের মাধ্যমেই কার্যত তাঁদের প্রেমের সম্পর্কের ঘোষণা করে দিলেন ডোনা।

জানা গিয়েছে, সায়ন্তন পেশায় মার্কেটিং-এর সঙ্গে যুক্ত এবং তিনি টেলিভিশন বা চলচ্চিত্র জগতের কেউ নন। বর্ধমানের বাসিন্দা হলেও বর্তমানে তিনি কলকাতায় থাকেন ও কাজ করেন। ডোনা ও সায়ন্তনের সম্পর্ক কতদিনের, সে বিষয়ে এখনও কিছু জানা না গেলেও, অনুরাগীরা এই নতুন জুটিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

ডোনার কেরিয়ারের দিকে তাকালে দেখা যায়, অভিনেত্রী অভিনয়ে আসার আগে হাসপাতাল ব্যবস্থাপনায় স্নাতকোত্তর করে বিভিন্ন পদে চাকরি করেছেন – যেমন এইচআর, ফ্লোর ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট মেডিক্যাল সুপার। তাঁর আসল নাম স্বাগতা হলেও টেলিভিশন জগতে ‘ডোনা’ নামেই পরিচিত তিনি।

বর্তমানে ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ডোনা। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই তাঁর গ্ল্যামারাস রূপ ও ব্যক্তিগত জীবনের ঝলক দেখা যায়। এবার প্রেমিকের সঙ্গে প্রকাশ্যেই এক সুন্দর মুহূর্ত ভাগ করে নিয়ে ফের একবার লাইমলাইটে এলেন এই জনপ্রিয় অভিনেত্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top