বিশ্বঐতিহ্য সপ্তাহ উদযাপন। উত্তর দিনাজপুর হেরিটেজ সোসাইটি ও উত্তর দিনাজপুর ইতিহাস সমিতির যৌথ উদ্যোগে উদযাপিত হচ্ছে বিশ্ব ঐতিহ্য সপ্তাহ। রবিবার ইটাহার ব্লকের মারনাই অঞ্চলের মারনাই গ্রামে প্রমথেশ্বর জিউ মন্দির পরিদর্শন ও ইতিহাস-ঐতিহ্য বিষয়ক প্রদর্শনী সহ আলোচনা সভার আয়োজন করা হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মারনাই অঞ্চলের দুই মেম্বার পিন্টু ঘোষ ও উজ্জ্বল ঘোষ, উত্তর দিনাজপুর হেরিটেজ সোসাইটির সভাপতি বিজয় সরকার, সম্পাদক গোপাল সিংহ, উত্তর দিনাজপুর ইতিহাস সমিতির সম্পাদক সোমনাথ সিংহ ও সদস্য সুক্যর্না চৌধুরী, ধীরাজ মাহাতো, অপূর্ব বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা।
আরও পড়ুন – বিয়ার নিয়ে বেচারা কাতার, মুসলিম রাষ্ট্রে খেলা আয়োজনে এবার ভাবতে হবে ফিফাকে
প্রথমে উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর দুই সংগঠনের সদস্য সহ বিশিষ্ট ব্যাক্তিরা বিশ্ব ঐতিহ্য সপ্তাহ পালন উপলক্ষে জেলা তথা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রাচীন ঐতিহ্য কি ভাবে ধরে রাখা যায় সেই সমস্ত নানান দিক সস্পর্কে আলোচনা এবং মারনাই গ্রামের প্রাচীন ঐতিহ্যবাহী প্রমথেশ্বর শিবমন্দির পরিদর্শন এবং জেলার বিভিন্ন ইতিহাস ও ঐতিহ্যপূর্ণ স্থানগুলির নানান তথ্য প্রদর্শনী আকারে তুলে ধরে এলাকার বাসিন্দা সহ পড়ুয়াদের মধ্যে।
পাশাপাশি মারনাই অঞ্চলের প্রমথেশ্বর মন্দির জেলার সকল মানুষের কাছে দর্শনীয় ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য জেলা প্রশাসনের কাছে আহ্বান জানান উপস্থিত সকলে। উত্তর দিনাজপুর হেরিটেজ সোসাইটির সভাপতি বিজয় সরকার বলেন ” বিশ্ব ঐতিহ্য সপ্তাহ পালনে আমাদের মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রী ও সাধারণ মানুষদের অতীত ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি অতীত-ঐতিহ্য সংরক্ষণের মধ্য দিয়ে ইতিহাস-কে তুলে ধরা এবং নিজের শেকড়কে চেনা। বিশ্বঐতিহ্য সপ্তাহ