বিশ্বকর্মা পুজোর আগের রাতে রাইস মিলে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

বিশ্বকর্মা পুজোর আগের রাতে রাইস মিলে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নদিয়া – বিশ্বকর্মা পুজোর আগের রাতে নদিয়ার হরিণঘাটা থানার মোবারকপুরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় একটি রাইস মিলে মেশিনের ওপরে কাজ করার সময় পড়ে গিয়ে মৃত্যু হল শ্রমিক উত্তম সরকারের (বয়স প্রায় ২৯ বছর)। মঙ্গলবার রাতের এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবার।

পরিবারের দাবি, সংসারের একমাত্র রোজগেরে ছিলেন উত্তম। তাঁর মৃত্যুতে কার্যত পথে বসার জোগাড় হয়েছে পরিবারের। মিলের মেশিন পরিষ্কারের কাজ করার সময় হঠাৎ করেই নিচে পড়ে যান তিনি। অন্যান্য শ্রমিকরা তড়িঘড়ি তাঁকে হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন উত্তমের স্ত্রী, বাবা ও মা, আর সেখানেই কান্নায় ভেঙে পড়েন তাঁরা।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনার দায়ভার থেকে পরিবারকে মুক্ত রাখা যায় না। রাইস মিলের মালিকের উচিৎ মৃত শ্রমিকের অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। বিশ্বকর্মা পুজোর প্রস্তুতির আবহে এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top