বিশ্বকর্মা পুজোর রাতে জল নিয়ে বিবাদের জেরে খুন হল এক বৃদ্ধ। মালদা মানিকচক থানার কুরানি গ্রামের ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃতের নাম সুবল কর্মকার (৭৩)। মৃতের ছেলে চন্ডী কর্মকারের অভিযোগ ওই এলাকায় তাদের বিশ্বকর্মা পুজো হয়। ওই এলাকার বাড়ির মধ্যে পড়েছিল জল। সেই সময় নব কর্মকার তার দুই আত্মীয় মিলে হঠাৎ সুবল কর্মকারের উপর আক্রমণ করে। এরপরে নব কর্মকারকে বেধড়ক মারধর করে। অভিযোগ বাড়িতে পড়ে থাকা পাথর দিয়ে সুবল কর্মকারকে মাথা থেঁতলে খুন করে। গোলমাল শুনে স্থানীয় প্রতিবেশীরা ছুটে আসতে অভিযুক্তরা পালিয়ে যায়। গুরুতর আহত সুবল কর্মকারকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মানিকচক থানার পুলিশ বাহিনী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার পর থেকে অভিযুক্ত গা ঢাকা দিয়ে রয়েছে তাদেরকে তল্লাশি শুরু করেছে মানিকচক থানা পুলিশ।