প্রধানমন্ত্রী – বিশ্বকাপে ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বই থেকে দিল্লিতে পৌঁছেছেন টিম ইন্ডিয়ার সদস্যরা। আজ, বুধবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজন করা হয়েছে বিশেষ সংবর্ধনার, যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘বিশ্বজয়ী’ ক্রিকেট তারকাদের সম্মান জানাবেন।
গত রবিবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতের মেয়েরা। দেশের ক্রিকেট ইতিহাসে এই প্রথম মহিলা দল কোনও আইসিসি ট্রফি জয় করেছে। সেই জয় ভারতের ক্রীড়া জগতে এক নতুন অধ্যায় রচনা করেছে।
টিম ইন্ডিয়ার এই গৌরবময় জয়ের পরই প্রধানমন্ত্রী মোদী টুইট করে শুভেচ্ছা জানান। তিনি লেখেন, “মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়ার অসাধারণ জয়। তাদের আত্মবিশ্বাস, দক্ষতা ও ঐক্যের প্রদর্শন ছিল অনন্য। এই ঐতিহাসিক জয় ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় অনুপ্রেরণা দেবে।”
মঙ্গলবার বিকেলে বিশেষ চার্টার্ড ফ্লাইটে (S5-8328) মুম্বই থেকে দিল্লি পৌঁছায় ভারতীয় দল। রাজধানীতে নামার পর বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। পুলিশ ডগ স্কোয়াড দিয়ে গাড়ি ও রুটে তল্লাশি চালানো হয়।
এর আগে মুম্বই বিমানবন্দরে বিশ্বচ্যাম্পিয়ন দলকে দেখতে উপচে পড়েছিল ভিড়। ভক্তরা ফুলের মালা আর উল্লাসধ্বনিতে খেলোয়াড়দের স্বাগত জানান। দলের কোচ অমল মুজুমদার ও সহকারী স্টাফদেরও সম্মান জানানো হয়।
ফাইনালে ভারতের জয়ের নায়ক ছিলেন দীপ্তি শর্মা—ব্যাট হাতে ৫৮ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। শেফালি বর্মার ঝোড়ো ইনিংস দলের স্কোর পৌঁছে দেয় ২৯৮ রানে। দক্ষিণ আফ্রিকার হয়ে লরা উলভার্ডের একার ১০১ রানের ইনিংসও ভারতের জয় আটকাতে পারেনি।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর খেলোয়াড়রা নিজ নিজ রাজ্যে ফিরে যাবেন। এই ঐতিহাসিক জয়ের সংবর্ধনা ঘিরে গোটা দেশেই এখন উৎসবের আবহ।



















