৩ ফেব্রুয়ারি, সবকিছু ঠিক থাকলে ফের একটি বিশ্বকাপের যোগ্যতা-নির্ণায়ক ম্যাচের দায়িত্ব পেতে পারে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন। পরিস্থিতি তেমটাই বলছে। আর এই সম্ভাবনা বাস্তবায়িত হলে যে বাংলার ফুটবলপ্রেমীদের জন্য আরও একটি দুর্দান্ত মুহূর্ত অপেক্ষা করছে, তা আর যদিও বলার অপেক্ষা রাখেনা।
জানা গিয়েছে, আগামী ৯ জুন আফগানিস্তানের বিপক্ষে সুনীলদের বিশ্বকাপ যোগ্যতা পর্বের ফিরতি ম্যাচ আয়োজনের দায়িত্ব পাবে যুবভারতী। গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সুনীলদের একটি ম্যাচ ইতিমধ্যেই সফলভাবে আয়োজন করেছিল যুবভারতী। সে ম্যাচে ফুটবল মক্কার অনুরাগীদের উন্মাদনা ফুটবলারদের পাশাপাশি অভিভূত করেছিল কোচ ইগর স্টিম্যাচকেও। সেই ম্যাচের উন্মাদনাকে হাতিয়ার করে পরবর্তীকালে যুবভারতীতে ভারতের ম্যাচ আবার যাতে আয়োজন করা যায় সেদিকে নজর দিয়েছিল রাজ্য ফুটবল সংস্থা।