বিশ্বকাপ ( Worldcup ) বাছাইপর্বে আর্জেন্টিনার জয়ের উচ্ছ্বাস

বিশ্বকাপ ( Worldcup ) বাছাইপর্বে আর্জেন্টিনার জয়ের উচ্ছ্বাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Worldcup
বিশ্বকাপ ( Worldcup )বাছাইপর্বে আর্জেন্টিনার জয়ের উচ্ছ্বাস
ছবি সংগ্রহে সাইন টিভি

 

বিশ্বকাপ বাছাইপর্বের ষষ্ঠ ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা ( Worldcup ) । ভেনেজুয়েলাকে তারা হারিয়েছে ৩-১ গোলে।  বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার মাটি থেকে আর্জেন্টিনা সর্বশেষ জয় নিয়ে ফিরেছিল ২০০৭ সালে। এর পর আর কোনো সাফল্য পায়নি তারা। ১৪ বছর পর দেশটির মাটি থেকে সাফল্য পেয়েছে মেসিরা।

 

আজ শুক্রবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ৩-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের জয়ের নায়ক লাউতারো মার্টিনেস, জোয়াকুইন কোরেয়া ও অ্যাঞ্জেল কোরেয়া।  ম্যাচের প্রথমার্ধের ইনজুরি সময়ে আর্জেন্টিনার ( Worldcup ) পক্ষে প্রথম গোল করেন লাউতারো মার্টিনেস।

 

ডি মারিয়ার বাড়ানো বল ধরে অফসাইডের ফাক গলে বেরিয়ে চমৎকার প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন তিনি।    দ্বিতীয় গোলের দেখা  পেতে আর্জেন্টিনাকে ( Worldcup ) বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে। ৭১ মিনিটে লিওনেল মেসি ও মার্টিনেজের পা ঘুরে বল পেয়ে জোয়াকুইন চমৎকার শটে বল জালে জড়ান।    তিন মিনিট পর তৃতীয় গোল পায় আর্জেন্টিনা। বেশ কয়েকজনের পা ঘুরে বল পেয়ে  আলতো টোকায় গোল করেন অ্যাঞ্জেল কোরেয়া।

 

আর ও  পড়ুন    যুক্তরাষ্ট্রে ঝড় ( Storm ) ও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

 

ম্যাচের একেবারেই শেষ মুহূর্তে ইনজুরি সময়ে ভেনেজুয়েলা পেনাল্টি থেকে একটি গোল পায়। গোলটি করেন সতেলদো। তিনি নিজেই বক্সে ফাউলের শিকার হলে ভেনেজুয়েলাকে পেনাল্টি দেন রেফারি।   এর আগে ৩২ মিনিটে ডিফেন্ডার মান্টিনেস লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে ১০ জনের দল নিয়ে খেলে ভেনেজুয়েলা। মেসিকে বিপজ্জনক ফাউল করেন লুইস মার্টিনেস।

 

রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআরের সাহায্যে দেন লাল কার্ড।    দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের খেলায় আর্জেন্টিনা আধিপত্য দেখিয়ে জিতেছে। ভেনেজুয়েলা বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি।

 

শেষ পর্যন্ত হেরেই  মাঠ ছাড়তে হয় তাদের।  দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৭ ম্যাচে ৪ জয় ও ৩ ড্রয়ে মোট ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। ৬ ম্যাচের সব কটি জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top