উত্তরবঙ্গ – প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেছেন রিচা ঘোষ। এবার সেই বঙ্গকন্যা ফিরছেন নিজের শহর শিলিগুড়িতে। তাঁকে স্বাগত জানাতে ইতিমধ্যেই সাজসজ্জায় মেতে উঠেছে গোটা শহর। শুক্রবার বাগডোগরা বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই সংবর্ধনার ঢল নামবে বিশ্বজয়ী উইকেটকিপার ব্যাটারের জন্য। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে থাকছে জমকালো আয়োজন, আর শনিবার রিচাকে সংবর্ধনা জানাবে সিএবি (CAB)।
আগেই জানা গিয়েছে, সংবর্ধনার মঞ্চে রিচার হাতে সোনার তৈরি ব্যাট তুলে দেওয়া হবে বিশেষ উপহার হিসেবে। এর আগে রাজ্য দল থেকে অবসর নেওয়ার সময় মনোজ তিওয়ারিকেও এমন ব্যাট দেওয়া হয়েছিল। জানা গেছে, ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামীর হাত দিয়েই সেই সোনার ব্যাট তুলে দেওয়া হতে পারে রিচাকে। ব্যাটে সই থাকবে সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামীর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে, এবং শনিবারের সিএবি সংবর্ধনায় তাঁর উপস্থিত থাকার সম্ভাবনাও প্রবল। অনুষ্ঠানে থাকবেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
শুক্রবার বাগডোগরা বিমানবন্দরে নামবেন রিচা ঘোষ। তাঁকে স্বাগত জানাতে হুডখোলা জিপে জাতীয় পতাকা লাগিয়ে নিয়ে আসবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বিমানবন্দর থেকে শহরজুড়ে রেড কার্পেট বিছিয়ে দেওয়া হবে, সঙ্গে থাকবে গার্ড অফ অনার। বাঘাযতীন পার্কে নাগরিক সংবর্ধনার আয়োজন করেছে শিলিগুড়ি পৌরসভা। শহরের প্রতিটি মোড়ে ইতিমধ্যেই ঝুলছে রিচার পোস্টার, উৎসবের আবহে মুখর শিলিগুড়ি।
এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিচাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে রাজ্য পুলিশে চাকরির প্রস্তাবও দেওয়া হয়েছে। রিচার বাবা মানবেন্দ্র ঘোষ জানিয়েছেন, “রাজ্য সরকারের তরফে চাকরির একটি প্রস্তাব এসেছে, তবে কী পদে সেটা এখনও জানা যায়নি।” ছোটবেলা থেকেই সেনা ও পুলিশে যোগদানের আগ্রহ ছিল রিচার— সেই স্বপ্ন এবার হয়তো পূরণ হতে চলেছে।




















