নিজস্ব সংবাদদাতা, বীরভূম ,৯ জানুয়ারি,CAA এর সমর্থনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে বুধবার আয়োজন করা হয়েছিল একটি আলোচনা চক্রের। যা ঘিরে প্রথম থেকেই শুরু হয় বিতর্ক। প্রথম থেকেই আলোচনা সভাকে বয়কটের ডাক দিয়েছিল ছাত্র সংগঠনগুলি। আর শুধু ছাত্র সংগঠন নয় বিরোধীতায় মুখর হয়েছিল অধ্যাপকরাও।
এই আলোচনা চক্রে উপস্থিত হন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাসগুপ্ত। সাথে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বাম ছাত্র সংগঠনগুলি এই ঘটনার তীব্র প্রতিবাদ করে প্রথম থেকে। আর সেই আলোচনা চক্রে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত।
বিশ্বভারতী চত্বরে ঢুকতেই বাধার সম্মুখীন হন ওই বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়াদের একাংশ। দীর্ঘক্ষণ আটকে রাখা হয় তাঁকে। এর পরেই সাংসদ স্বপন দাশগুপ্ত ট্যুইট করে আটকে থাকার কথা জানান।
তিনি ট্যুইট করে জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী আইনের আলোচনা সভায় যাওয়ার সময় বিশ্বভারতীতে বিক্ষোভের মুখে একটি ঘরে আটকে রয়েছেন তিনি। বাইরে রয়েছে উত্তেজিত একদল মানুষ।
এদিকে বিক্ষোভকারী ছাত্র সংগঠনের পড়ুয়ারা একের পর এক শ্লোগান তুলতে থাকে, বিজেপি দূর হাঁটো, গো ব্যাক।