বিশ্বভারতীতে ছাত্র মৃত্যুতে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

বিশ্বভারতীতে ছাত্র মৃত্যুতে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিশ্বভারতীতে ছাত্র মৃত্যুতে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে। বৃহস্পতিবার সকালে বিশ্বভারতীর পাঠভবনের উত্তরশিক্ষা হস্টেলের ঘর উদ্ধার হয় অসীম দাস নামে এক পড়ুয়ার মৃত দেহ।কিভাবে তার মৃত্যু হল সে ব্যাপারে না জানা গেলেও পরিবারের লোকেদের বক্তব্য অনুযায়ী মাত্র ২ দিন আগেই মোবাইলে তাদের ছেলের সঙ্গে কথা হয় তাদের। তখন নাকি ফুচকা খাচ্ছিল সে।তাদের অভিযোগ হস্টেলেই সেই পড়ুয়াকে খুন করা হয়েছে।

 

এরপরই শান্তিনিকেতনে নেমে আসে অশান্তি।শুধু ধর্ণা আর ক্লাস বয়কট নয়, উপাচার্যের (VC Bidyut Chakrabarty) বাড়ির সামনেই বিক্ষোভ দেখান মৃতের পরিবারের লোকজন।তারা দেহ নিয়ে ঢুকে গিয়েছিলেন বাড়ির ভিতরে।কিন্তু এরপরই প্রশ্ন ওঠে কোনও পড়ুয়ার যদি মৃত্যু হয়, তাহলে দায় কি উপাচার্যের?

 

এই নিয়ে জনস্বার্থ মামলা (PIL) দায়ের হয় হাইকোর্টে (Calcutta High Court)।তবে,শুধু বহিরাগতদের প্রবেশ বন্ধ করা নয়, বিশ্ববিদ্যালয়ে শান্তি বজায় রাখতেই কমিটি গঠনের আর্জি জানিয়েছেন মামলাকারী।এদিকে,সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বভারতীর পরিস্থিতি নিয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলেন, ‘সাদা চোখে যদি দেখা যায, তাহলে নেতৃত্ব আছে তৃণমূল ছাত্র পরিষদ আর এসএফআই।

 

তৃণমূল ছাত্র পরিষদের মেন পার্টি তৃণমূল কংগ্রেস, আর এসএফআই-র মেন পার্টি সিপিএম। এদের এত সাহস আসছে এই কারণে যে, রাজনৈতিক দলের মদত আছে। যে মদত ছাড়া এত সাহস হয় না’। এসব শেষে তিনি প্রাণনাশের আশঙ্কাও প্রকাশ করেছেন।কিন্তু এবার এই মামলা গড়াল হাইকোর্ট অবধি বলে সূত্রের খবরে জানা গিয়েছে।

আর ও পড়ুন    সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে পারিবারিক বিবাদের জেরে দাদার হাতে খুন ভাই

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে বিশ্বভারতীর পাঠভবনের উত্তরশিক্ষা হস্টেলের ঘর উদ্ধার হয় অসীম দাস নামে এক পড়ুয়ার মৃত দেহ।কিভাবে তার মৃত্যু হল সে ব্যাপারে না জানা গেলেও পরিবারের লোকেদের বক্তব্য অনুযায়ী মাত্র ২ দিন আগেই মোবাইলে তাদের ছেলের সঙ্গে কথা হয় তাদের। তখন নাকি ফুচকা খাচ্ছিল সে।তাদের অভিযোগ হস্টেলেই সেই পড়ুয়াকে খুন করা হয়েছে। এরপরই শান্তিনিকেতনে নেমে আসে অশান্তি।শুধু ধর্ণা আর ক্লাস বয়কট নয়, উপাচার্যের (VC Bidyut Chakrabarty) বাড়ির সামনেই বিক্ষোভ দেখান মৃতের পরিবারের লোকজন।তারা দেহ নিয়ে ঢুকে গিয়েছিলেন বাড়ির ভিতরে।কিন্তু এরপরই প্রশ্ন ওঠে কোনও পড়ুয়ার যদি মৃত্যু হয়, তাহলে দায় কি উপাচার্যের? বিশ্বভারতীতে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top