নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- এবার বোলপুর বিশ্বভারতী র গন্ডগোলের রেষ এসে পৌছালো কলকাতায়। আজ দুপুর 2:30 নাগাদ বিজেপি রাজ্য দপ্তর থেকে যুব মোর্চার কর্মীরা সৌমিত্র খা এর নেতৃত্বে অনুপম হাজরা সহ প্রায় 80 জন বিজেপি কর্মী সমর্থক জোড়াসাঁকো ঠাকুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ।
যতীন্দ্রমোহন এ্যাভেনিউ ও জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সংলগ্ন রাস্তায় তাদের পথ আটকায় বিশাল পুলিশবাহিনী। এরপরই বিজেপির কর্মী-সমর্থকেরা রাস্তায় বসে পরেন যার জেরে বন্ধ হয়ে যায় ধর্মতলা শ্যামবাজার গামী যান চলাচল। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বিজেপি কর্মীদের একে একে গ্রেফতার করে নিয়ে যায় লালবাজারে। প্রায় 15 মিনিট ধস্তাধস্তি চলার পর অবরোধ মুক্ত হয় সেন্ট্রাল এভিনিউ তথা যতীন্দ্রমোহন এভিনিউ। যদিও এই ঘটনার জেরে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে।